বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি যুক্তরাষ্ট্রে নিলামে ১২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। পদার্থ বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc 2 উল্লেখ ছিল এই চিঠিটিতে। অজ্ঞাত এক নথি সংগ্রাহক ১২ লাখ মার্কিন ডলারের বেশি দামে সেই চিঠিটি কিনে নিয়েছেন। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিঠিটি ১২ লাখ ডলারের বেশি বা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ১৮ লাখ টাকায় আইনস্টাইনের চিঠিটি বিক্রি হয়েছে। নিলাম আয়োজকেরা যে প্রত্যাশা করেছিলেন তার চেয়েও তিন গুণ দামে চিঠিটি বিক্রি করা হলো।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ রকম আরও তিনটি নথি রয়েছে, যেখানে আইনস্টাইনের নিজ হাতে E=mc 2 সমীকরণটি লেখা রয়েছে।
১৯০৫ সালে আইনস্টাইনের লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে E=mc 2 সমীকরণটি প্রথম প্রকাশিত হয়। এই সমীকরণ অনুযায়ী, ভর ও শক্তি প্রকৃতপক্ষে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অর্থাৎ কোনো পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আবার শক্তিকেও ভরে রূপান্তর করা যায়।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন এই চিঠিটিকে নিলামে তুলেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হলোগ্রাফিক এবং পদার্থবিজ্ঞানের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি এটি।
জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। চিঠিটি পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে তার বংশধররা এটি বেচে দেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি।
উল্লেখ্য, লুদভিগ সিলভারস্টেইন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের অনেক তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিল।
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি যুক্তরাষ্ট্রে নিলামে ১২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। পদার্থ বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc 2 উল্লেখ ছিল এই চিঠিটিতে। অজ্ঞাত এক নথি সংগ্রাহক ১২ লাখ মার্কিন ডলারের বেশি দামে সেই চিঠিটি কিনে নিয়েছেন। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিঠিটি ১২ লাখ ডলারের বেশি বা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ১৮ লাখ টাকায় আইনস্টাইনের চিঠিটি বিক্রি হয়েছে। নিলাম আয়োজকেরা যে প্রত্যাশা করেছিলেন তার চেয়েও তিন গুণ দামে চিঠিটি বিক্রি করা হলো।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ রকম আরও তিনটি নথি রয়েছে, যেখানে আইনস্টাইনের নিজ হাতে E=mc 2 সমীকরণটি লেখা রয়েছে।
১৯০৫ সালে আইনস্টাইনের লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে E=mc 2 সমীকরণটি প্রথম প্রকাশিত হয়। এই সমীকরণ অনুযায়ী, ভর ও শক্তি প্রকৃতপক্ষে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অর্থাৎ কোনো পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আবার শক্তিকেও ভরে রূপান্তর করা যায়।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন এই চিঠিটিকে নিলামে তুলেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হলোগ্রাফিক এবং পদার্থবিজ্ঞানের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি এটি।
জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। চিঠিটি পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে তার বংশধররা এটি বেচে দেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি।
উল্লেখ্য, লুদভিগ সিলভারস্টেইন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের অনেক তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিল।
শচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
১ ঘণ্টা আগেরাশিয়ার ধনকুবের ব্যবসায়ী ও সাবেক কাস্টমস কর্মকর্তা বরিস আভাকিয়ান রহস্যজনকভাবে মারা গেছেন। ৪৩ বছর বয়সী বরিস ছিলেন ২০১৪ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ জয়ী সুন্দরী ইউলিয়া ইয়োনিনার স্বামী। সম্প্রতি রাশিয়ার একটি আদালতে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডের জালিয়াতি মামলার বিচার চলাকালে বরিস সেখান থেকে পালান।
১ ঘণ্টা আগেফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এই মামলায় আদালত সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
২ ঘণ্টা আগেসোনম ওয়াংচুক গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত ‘ব্রিথ পাকিস্তান’ জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছিলেন। ‘ডন মিডিয়া’ আয়োজিত এ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের উদ্দেশ্য ছিল পাকিস্তানে পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে সচেতনতা তৈরি করা।
২ ঘণ্টা আগে