মাদাগাস্কারে ধবল রোগে আক্রান্ত (অ্যালবিনো) এক শিশুকে অপহরণের ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। এই বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে ১৯ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত ২১ জন। স্থানীয় সময় আজ মঙ্গলবার মাদাগাস্কার পুলিশ এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ এই ঘটনাকে ‘উত্তেজিত–মারমুখী জনতার ওপর আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে’ বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘এই ঘটনায় এরই মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে।’ আহতদের মাদাগাস্কারের দক্ষিণ–পূর্বাঞ্চলের ইকঙ্গো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, এই ঘটনায় ১১ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল গত সোমবার। তবে সেই সময়ই চিকিৎসকেরা জানিয়েছিলেন, অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে সেসময় পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, প্রায় ৫০০ বিক্ষুব্ধ প্রতিবাদকারী ধারালো ছুরিসহ অন্যান্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ স্টেশনে আক্রমণ করার চেষ্টা চালায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে রাজধানী আন্তানানারিভো থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরের ইকঙ্গো শহরে। পুলিশ আরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটির পুলিশ প্রধান অ্যান্ড্রি রাকোটোন্ড্রাজাকা এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। এ সময় তিনি পুলিশের গুলি করার বিষয়টি সমর্থন করে আরও জানান, আত্মরক্ষার্থে পুলিশের গুলি করা ছাড়া কোনো উপায় ছিল না।
সাব–সাহারান দেশগুলোতে এখনো ধবল রোগে আক্রান্ত মানুষকে ভিন্নভাবে বিবেচনা করা হয়। অনেকেই তাদের জাদুবিদ্যার জন্য প্রয়োজনীয় বলে মনে করেন এবং তাদের অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে নানা কালা জাদুর চর্চা করেন।
মাদাগাস্কারে ধবল রোগে আক্রান্ত (অ্যালবিনো) এক শিশুকে অপহরণের ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। এই বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে ১৯ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত ২১ জন। স্থানীয় সময় আজ মঙ্গলবার মাদাগাস্কার পুলিশ এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ এই ঘটনাকে ‘উত্তেজিত–মারমুখী জনতার ওপর আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে’ বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘এই ঘটনায় এরই মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে।’ আহতদের মাদাগাস্কারের দক্ষিণ–পূর্বাঞ্চলের ইকঙ্গো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, এই ঘটনায় ১১ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল গত সোমবার। তবে সেই সময়ই চিকিৎসকেরা জানিয়েছিলেন, অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে সেসময় পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, প্রায় ৫০০ বিক্ষুব্ধ প্রতিবাদকারী ধারালো ছুরিসহ অন্যান্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ স্টেশনে আক্রমণ করার চেষ্টা চালায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে রাজধানী আন্তানানারিভো থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরের ইকঙ্গো শহরে। পুলিশ আরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটির পুলিশ প্রধান অ্যান্ড্রি রাকোটোন্ড্রাজাকা এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। এ সময় তিনি পুলিশের গুলি করার বিষয়টি সমর্থন করে আরও জানান, আত্মরক্ষার্থে পুলিশের গুলি করা ছাড়া কোনো উপায় ছিল না।
সাব–সাহারান দেশগুলোতে এখনো ধবল রোগে আক্রান্ত মানুষকে ভিন্নভাবে বিবেচনা করা হয়। অনেকেই তাদের জাদুবিদ্যার জন্য প্রয়োজনীয় বলে মনে করেন এবং তাদের অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে নানা কালা জাদুর চর্চা করেন।
স্থানীয় সূত্রগুলোর বরাতে রোববার রাতে বিবিসি জানিয়েছে, হামাস ও প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই এই অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা গভীর হচ্ছে।
২ ঘণ্টা আগেনতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। আফগান সরকারের দাবি, গতকাল শনিবার রাতে তাঁদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৫৮ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তরফে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহতের কথা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে দেশটি বলছে, তাদের পাল্টা অভিযানে ‘দুই শতাধিক...
৩ ঘণ্টা আগেভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তা-ই নয়, নারী নিয়ে তিনি বেশ...
৪ ঘণ্টা আগেছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগোন্ডি গ্রামের বৃদ্ধা দেবলা বাই। নিঃসন্তান এই নারী দুই দশক আগে নিজের উঠানে একটি ছোট অশ্বত্থগাছ লাগিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গাছটিকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিয়মিত পানি দিতেন, পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি সেই গাছ কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে...
৫ ঘণ্টা আগে