Ajker Patrika

বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২৮ জন নিহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৫: ১৭
বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২৮ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোক রয়েছেন। পৃথক দুটি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, নাইজার সীমান্তবর্তী প্রদেশ সেনোর ফ্যালগৌন্তোতে সেনাবাহিনীর একটি কমব্যাট ইউনিটের ওপর অতর্কিত হামলা চালায় বিদ্রোহীরা। হামলায় ১০ জন সৈন্য, স্বেচ্ছাসেবক বাহিনীর দুই সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলা শেষে ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জন বিদ্রোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পৃথক এক বিবৃতিতে আইভরি কোস্ট সীমান্তবর্তী বুরকিনা ফাসোর প্রদেশ ক্যাসকাডেসের গভর্নর জ্যঁ চার্লস দিট ইয়েনাপনো সোমে জানিয়েছেন, গত রোববার বিদ্রোহীদের হামলার পর ১৫ জন বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে পাওয়া গেছে, তাদের শরীরে গুলির চিহ্ন ছিল।

গভর্নর আরও জানিয়েছেন, সশস্ত্র বিদ্রোহীরা ৮ নারী ও ১৬ জন পুরুষকে বহনকারী দুটি গাড়ি অপহরণ করে পালাচ্ছিল। পরে তাদের প্রতিহত করে সবাইকে উদ্ধার করা হয়েছে।

এই হামলা এমন সময়ে হলো, যখন বুরকিনা ফাসো এবং এর প্রতিবেশী দেশ মালি ও নাইজার আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত