Ajker Patrika

সন্ত্রাসী হামলায় মালিতে ২৭ সেনা নিহত

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৫: ৫৮
সন্ত্রাসী হামলায় মালিতে ২৭ সেনা নিহত

মালির একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৭ জন সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৩ জন এবং নিখোঁজ রয়েছেন কমপক্ষে সাতজন সেনাসদস্য। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এ ঘটনার পর মালি সরকার একটি বিবৃতি দিয়েছে। মালির বিবৃতি উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, সেনা-সন্ত্রাসীদের এই সংঘাতে ৭০ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। তবে কোন সন্ত্রাসী দল এ হামলা করেছে তার উল্লেখ নেই ওই বিবৃতিতে। 

পশ্চিম আফ্রিকার দেশ মালি বিবৃতিতে জানিয়েছে, একদল সন্ত্রাসী শুক্রবার সকালে মনদোরো সামরিক ঘাঁটিতে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন সেনাসদস্য নিহত হন। এর পরই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। 

এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা লিখেছে, মালির সরকারি বিবৃতিতে এই হামলার জন্য ইসলামি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হলেও কোন গোষ্ঠী দায়ী তা স্পষ্ট করা হয়নি। 

উল্লেখ্য, আলকায়েদা ও ইসলামিক স্টেটের সহযোগীরা মধ্য মালিতে সক্রিয়। 

তবে শুক্রবারের হামলার দায় স্বীকার করে এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই বিবৃতি দেয়নি। 

 ২০১২ সালের মাঝামাঝি সময়ে মালিতে কট্টর ইসলামপন্থী গোষ্ঠীর উত্থান ঘটে। আলকায়দার সহযোগীরা দেশটির উত্তরাঞ্চলীয় মরুভূমির বিশাল এলাকা দখল করে নেয়। ২০১৩ সালে ফ্রান্স সরকার সেনাবাহিনী পাঠিয়ে সেই এলাকা পুনরুদ্ধারে মালিকে সহায়তা করে। এর পর থেকে আলকায়দার সহযোগীরা মালির গ্রামাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল দখল করার চেষ্টার পাশাপাশি নাইজার, বুর্কিনা ফাসো এবং অন্যান্য প্রতিবেশী দেশেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত