আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
নেদারল্যান্ডস থেকে পরিচালিত দক্ষিণ সুদানের সংবাদমাধ্যম রেডিও তামাজুজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বোর সম্প্রদায়ের নেতৃত্ব জানিয়েছেন, হামলাটি শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে। সে সময় পশুপালকেরা স্থানীয় কর্তৃপক্ষের আদেশের পরিপ্রেক্ষিতে তাদের গবাদিপশু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল।
বোর সম্প্রদায়ের মহাসচিব মায়োম আতেন্য ওয়াই রেডিও তামাজুজকে বলেন, হামলাকারীরা সম্ভবত আচোলি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী ছিল এবং এতে অন্যান্য অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ‘পূর্ব ইকুয়াতোরিয়ার গভর্নর ও মাগুই কাউন্টির কমিশনার তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গতকাল সকাল ৪টা ৩০ মিনিটের দিকে দিনকা বোর পশুপালকদের ক্যাম্পে হামলা চালানো হয়।’
ওয়াই আরও বলেন, ‘গবাদিপশুগুলো লুট করা হয়েছে এবং সেগুলো মাগুই শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত পশুপালকেরা প্রায় ১২ জনকে হারিয়েছে এবং ১১ জন আহত হয়েছে। লড়াই এখনো চলছে, তাই হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’
এদিকে, জংগলেই রাজ্যের গভর্নরের প্রেস সেক্রেটারি বিয়েল জিয়েক লুয়াল এই হামলার নিন্দা জানিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে ইকুয়াতোরিয়া রাজ্যের আরু জাংশনে সাম্প্রতিক ঘটনার খবর পেয়েছি। জংগলেই রাজ্যের মানুষ, যারা সেখানে চারণভূমির সন্ধানে গিয়েছিল, অপ্রত্যাশিতভাবে হামলার শিকার হয়েছে। নিরীহ পশুপালকদের ওপর এই আকস্মিক ও নির্মম হামলা জংগলেই রাজ্যের নেতৃত্বকে গভীরভাবে হতবাক করেছে।’
আচোলি সম্প্রদায়ের চেয়ারপারসন ডেভিড ওটিম ওকোট বলেছেন, ‘নিয়োলো বোমায় ঘুরে বেড়ানো গবাদিপশুর কারণে কৃষিজমির ক্ষতির ফলে মাগুই কাউন্টির কিছু বাসিন্দার মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি হয়েছিল, যা এই হামলার কারণ হতে পারে।’
ওকোট বলেন, ‘আমরা একাধিক বৈঠক করেছি। এর মধ্যে তিন-চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে নিয়োলোতে এবং আমরা একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিলাম। গত সোমবারের মধ্যে তাদের সরে যাওয়ার কথা ছিল এবং তারা এতে সম্মত হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি বিস্মিত যে গবাদিপশুর ক্যাম্পগুলো এখনো সেখানে রয়েছে।’
পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের তথ্যমন্ত্রী এলিয়া জন আহাজি নিশ্চিত করেছেন যে, রাজ্য সরকার ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তিনি বলেন, ‘আমরা আমাদের বাহিনী মোতায়েন করেছি, যাতে তারা তদন্ত চালিয়ে হামলাকারীদের চিহ্নিত করতে পারে। কারণ আমরা এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না। তারা ঘটনাস্থলে পৌঁছালে আমাদের কাছে তথ্য পাঠাবে, যাতে আমরা হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারি।’
আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
নেদারল্যান্ডস থেকে পরিচালিত দক্ষিণ সুদানের সংবাদমাধ্যম রেডিও তামাজুজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বোর সম্প্রদায়ের নেতৃত্ব জানিয়েছেন, হামলাটি শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে। সে সময় পশুপালকেরা স্থানীয় কর্তৃপক্ষের আদেশের পরিপ্রেক্ষিতে তাদের গবাদিপশু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল।
বোর সম্প্রদায়ের মহাসচিব মায়োম আতেন্য ওয়াই রেডিও তামাজুজকে বলেন, হামলাকারীরা সম্ভবত আচোলি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী ছিল এবং এতে অন্যান্য অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ‘পূর্ব ইকুয়াতোরিয়ার গভর্নর ও মাগুই কাউন্টির কমিশনার তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গতকাল সকাল ৪টা ৩০ মিনিটের দিকে দিনকা বোর পশুপালকদের ক্যাম্পে হামলা চালানো হয়।’
ওয়াই আরও বলেন, ‘গবাদিপশুগুলো লুট করা হয়েছে এবং সেগুলো মাগুই শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত পশুপালকেরা প্রায় ১২ জনকে হারিয়েছে এবং ১১ জন আহত হয়েছে। লড়াই এখনো চলছে, তাই হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’
এদিকে, জংগলেই রাজ্যের গভর্নরের প্রেস সেক্রেটারি বিয়েল জিয়েক লুয়াল এই হামলার নিন্দা জানিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে ইকুয়াতোরিয়া রাজ্যের আরু জাংশনে সাম্প্রতিক ঘটনার খবর পেয়েছি। জংগলেই রাজ্যের মানুষ, যারা সেখানে চারণভূমির সন্ধানে গিয়েছিল, অপ্রত্যাশিতভাবে হামলার শিকার হয়েছে। নিরীহ পশুপালকদের ওপর এই আকস্মিক ও নির্মম হামলা জংগলেই রাজ্যের নেতৃত্বকে গভীরভাবে হতবাক করেছে।’
আচোলি সম্প্রদায়ের চেয়ারপারসন ডেভিড ওটিম ওকোট বলেছেন, ‘নিয়োলো বোমায় ঘুরে বেড়ানো গবাদিপশুর কারণে কৃষিজমির ক্ষতির ফলে মাগুই কাউন্টির কিছু বাসিন্দার মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি হয়েছিল, যা এই হামলার কারণ হতে পারে।’
ওকোট বলেন, ‘আমরা একাধিক বৈঠক করেছি। এর মধ্যে তিন-চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে নিয়োলোতে এবং আমরা একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিলাম। গত সোমবারের মধ্যে তাদের সরে যাওয়ার কথা ছিল এবং তারা এতে সম্মত হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি বিস্মিত যে গবাদিপশুর ক্যাম্পগুলো এখনো সেখানে রয়েছে।’
পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের তথ্যমন্ত্রী এলিয়া জন আহাজি নিশ্চিত করেছেন যে, রাজ্য সরকার ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তিনি বলেন, ‘আমরা আমাদের বাহিনী মোতায়েন করেছি, যাতে তারা তদন্ত চালিয়ে হামলাকারীদের চিহ্নিত করতে পারে। কারণ আমরা এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না। তারা ঘটনাস্থলে পৌঁছালে আমাদের কাছে তথ্য পাঠাবে, যাতে আমরা হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারি।’
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটেছে। বড় বিস্ফোরণের পর ধারাবাহিকভাবে ছোট ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি..
৬ মিনিট আগেনোবেল শান্তি পুরস্কার জেতার স্বপ্ন আবারও অধরা রইল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ বছর নরওয়েজীয় নোবেল কমিটি শান্তি পুরস্কার দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। ফলে বারাক ওবামাকে ছাড়িয়ে যেতে ট্রাম্পের বহু বছরের আকাঙ্ক্ষা আবারও ব্যর্থ হলো।
২৫ মিনিট আগেঅ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশজুড়ে থাকা সমুদ্রতলে তাপবর্ধক মিথেন গ্যাসের নিঃসরণ প্রতিনিয়ত বাড়ছে। এটি বিজ্ঞানীদের গভীর উদ্বেগে ফেলেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অঞ্চলটি উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের তলদেশে নতুন নতুন ফাটল তৈরি হচ্ছে।
২ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠল। গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দেবাঞ্জন চট্টোপাধ্যায় (৫১) পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। জানা গেছে, তিনি নাকি কিছু নথি জমা দিতে এসেছিলেন মুখ্যমন
৩ ঘণ্টা আগে