Ajker Patrika

ভূমধ্যসাগর থেকে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার 

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১১: ৪০
ভূমধ্যসাগর থেকে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার 

ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়া ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৭৭ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।  জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ইউএনএইচসিআর জানায়, কোস্টগার্ডের দুটি নৌকা ভূমধ্যসাগর থেকে জীবিত অভিবাসী ও মরদেহগুলো উদ্ধার করে লিবিয়ায় ফিরছিল। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ক্ষতিগ্রস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।    

চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর আফ্রিকা থেকে অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ২৩ হাজারের বেশি  অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এর মধ্যে লিবিয়ায় আটক হওয়া অভিবাসী ও শরণার্থীদের নির্যাতন হতে হয়েছে।  গত সপ্তাহে সেখানে পাঁচ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, লিবিয়ায় গত শুক্রবার একটি কারাগারের ভেতরে কমপক্ষে ছয়জন অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যা করে দেশটির নিরাপত্তারক্ষীরা।

কারাগারে উপচে পড়া ভিড়ের কারণে সৃষ্ট বিশৃঙ্খলার জন্য তাঁদের হত্যা করা হয়। ওই সময় অনেক অভিবাসনপ্রত্যাশী পালিয়ে যেতে সক্ষম হন বলেও জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত