ডা. অদিতি সরকার
এপ্রিল মাস এসে গেছে। তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার। গরম একা আসে না, সঙ্গে কিছু অসুখ-বিসুখও নিয়ে আসে। এই গরমে যে যতই লেবুর শরবত আর ফ্যানের বাতাসে নিজেকে বাঁচাতে চান না কেন, রোগবালাই কিন্তু লুকিয়ে বসে আছে ঠিকই! তাই জানতে হবে গরমের বিশেষ পাঁচ রোগ এবং এর সমাধান।
লু লাগা সিনড্রোম বা হিট স্ট্রোক
লু মানে সূর্যের রাগ! আপনি যদি দুপুরের রোদে বাহাদুরি দেখাতে চান, তবে মাথার তালু দিয়ে ধোঁয়া ওঠা নিশ্চিত! মাথা ঘোরা, বমি ভাব আর হঠাৎ করে মনে হবে, এটা কি পৃথিবী, নাকি জ্বলন্ত আগুনের পিণ্ড?
সমাধান
» ছাতা নিন, পানি খান। আর যদি একটু বুদ্ধি থাকে, তাহলে দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে রোদে বের হওয়া যাবে না।
অতিরিক্ত ঘামজনিত মানসিক বিপর্যয়
গরমে এমন কিছু মানুষের দেখা মেলে, যাদের দেখে মনে হয়, তারা বালতির পর বালতি পানি ঢেলে ভিজে এসেছে! ঘাম পায়ের মোজা পর্যন্ত পৌঁছে গেলে বুঝবেন, শরীর আপনাকে ‘দয়া করে গোসল করুন’ সিগন্যাল দিচ্ছে।
সমাধান
» বেবি পাউডার, সুগন্ধি আর দিনে অন্তত দুবার গোসল—এটাই বাঁচার প্রধানতম উপায়!
পানির অভাবে সাপের মতো জিহ্বা বের করা রোগ
যাঁরা পানি কম পান করেন, তাঁদের দেখা যায় জিহ্বা বের করে হাঁসফাঁস করছেন। এটা অনেকটা মরুভূমির উটের মতো পরিস্থিতি।
সমাধান
» দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে। না হলে আপনার অবস্থা এমন হবে যে রাস্তার কলের পানিকেও কোমল পানীয় মনে হবে!
ফ্রিজ ঠান্ডা-গরম কোল্ড ফাইট
গরমে একদল মানুষ আছে, যারা সারা দিন ফ্রিজের ঠান্ডা পানি পান করে টনসিল ফুলিয়ে ফেলে। তারপর বলে, ‘ডাক্তার সাব, জ্বর এসেছে, গলাব্যথা!’
সমাধান
» হঠাৎ বরফ-ঠান্ডা পানি পান করবেন না। বরং ঠান্ডা একটু কম রেখে পান করুন। তা না হলে গরমে কষ্ট কমাতে গিয়ে ঠান্ডায় আরও বেশি কষ্ট পাবেন।
গরমজনিত অলসতা রোগ
এই রোগ হলে মানুষ শুধু ফ্যানের নিচে বসে দিন পার করে। আর মুখে থাকে একটাই সংলাপ, ‘উফ্! কিছু করতে ইচ্ছে করছে না!’
সমাধান
» গরমকে দোষ না দিয়ে সক্রিয় থাকুন। ফল খান, শরীর হালকা রাখুন। না হলে এই গরম আপনার শরীর স্থবির বানিয়ে ফেলতে পারে।
স্পেশাল প্রেসক্রিপশন
» পানি পান করুন পর্যাপ্ত পরিমাণে।
» লেবুর শরবত বা ডাবের পানি পান করলে শরীর সতেজ থাকবে।
» রোদে বেরোলে হ্যাট, ছাতা, সানগ্লাস ব্যবহার করুন।
» অতিরিক্ত ঠান্ডা খাবার; যেমন ঠান্ডা পানি কিংবা আইসক্রিম ইত্যাদি না খাওয়াই ভালো।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আর গরমে বুদ্ধি করে বাঁচুন।
ডা. অদিতি সরকার, রেসিডেন্ট চিকিৎসক, বিএমইউ
এপ্রিল মাস এসে গেছে। তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার। গরম একা আসে না, সঙ্গে কিছু অসুখ-বিসুখও নিয়ে আসে। এই গরমে যে যতই লেবুর শরবত আর ফ্যানের বাতাসে নিজেকে বাঁচাতে চান না কেন, রোগবালাই কিন্তু লুকিয়ে বসে আছে ঠিকই! তাই জানতে হবে গরমের বিশেষ পাঁচ রোগ এবং এর সমাধান।
লু লাগা সিনড্রোম বা হিট স্ট্রোক
লু মানে সূর্যের রাগ! আপনি যদি দুপুরের রোদে বাহাদুরি দেখাতে চান, তবে মাথার তালু দিয়ে ধোঁয়া ওঠা নিশ্চিত! মাথা ঘোরা, বমি ভাব আর হঠাৎ করে মনে হবে, এটা কি পৃথিবী, নাকি জ্বলন্ত আগুনের পিণ্ড?
সমাধান
» ছাতা নিন, পানি খান। আর যদি একটু বুদ্ধি থাকে, তাহলে দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে রোদে বের হওয়া যাবে না।
অতিরিক্ত ঘামজনিত মানসিক বিপর্যয়
গরমে এমন কিছু মানুষের দেখা মেলে, যাদের দেখে মনে হয়, তারা বালতির পর বালতি পানি ঢেলে ভিজে এসেছে! ঘাম পায়ের মোজা পর্যন্ত পৌঁছে গেলে বুঝবেন, শরীর আপনাকে ‘দয়া করে গোসল করুন’ সিগন্যাল দিচ্ছে।
সমাধান
» বেবি পাউডার, সুগন্ধি আর দিনে অন্তত দুবার গোসল—এটাই বাঁচার প্রধানতম উপায়!
পানির অভাবে সাপের মতো জিহ্বা বের করা রোগ
যাঁরা পানি কম পান করেন, তাঁদের দেখা যায় জিহ্বা বের করে হাঁসফাঁস করছেন। এটা অনেকটা মরুভূমির উটের মতো পরিস্থিতি।
সমাধান
» দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে। না হলে আপনার অবস্থা এমন হবে যে রাস্তার কলের পানিকেও কোমল পানীয় মনে হবে!
ফ্রিজ ঠান্ডা-গরম কোল্ড ফাইট
গরমে একদল মানুষ আছে, যারা সারা দিন ফ্রিজের ঠান্ডা পানি পান করে টনসিল ফুলিয়ে ফেলে। তারপর বলে, ‘ডাক্তার সাব, জ্বর এসেছে, গলাব্যথা!’
সমাধান
» হঠাৎ বরফ-ঠান্ডা পানি পান করবেন না। বরং ঠান্ডা একটু কম রেখে পান করুন। তা না হলে গরমে কষ্ট কমাতে গিয়ে ঠান্ডায় আরও বেশি কষ্ট পাবেন।
গরমজনিত অলসতা রোগ
এই রোগ হলে মানুষ শুধু ফ্যানের নিচে বসে দিন পার করে। আর মুখে থাকে একটাই সংলাপ, ‘উফ্! কিছু করতে ইচ্ছে করছে না!’
সমাধান
» গরমকে দোষ না দিয়ে সক্রিয় থাকুন। ফল খান, শরীর হালকা রাখুন। না হলে এই গরম আপনার শরীর স্থবির বানিয়ে ফেলতে পারে।
স্পেশাল প্রেসক্রিপশন
» পানি পান করুন পর্যাপ্ত পরিমাণে।
» লেবুর শরবত বা ডাবের পানি পান করলে শরীর সতেজ থাকবে।
» রোদে বেরোলে হ্যাট, ছাতা, সানগ্লাস ব্যবহার করুন।
» অতিরিক্ত ঠান্ডা খাবার; যেমন ঠান্ডা পানি কিংবা আইসক্রিম ইত্যাদি না খাওয়াই ভালো।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আর গরমে বুদ্ধি করে বাঁচুন।
ডা. অদিতি সরকার, রেসিডেন্ট চিকিৎসক, বিএমইউ
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১৬ ঘণ্টা আগেচিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্তের সূচনা হতে চলেছে। অস্ত্রোপচারের পর ক্ষত সারাতে সেলাই বা স্ট্যাপলারের ব্যবহারের বদলে এবার আলোর মাধ্যমে সক্রিয় হওয়া বডি গ্লু বা শরীরবান্ধব আঠা ব্যবহার করার পথে এগোচ্ছেন চিকিৎসকেরা।
২০ ঘণ্টা আগেশরীরের ব্যথায় কখনো ভোগেনি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গ্লোবাল বার্ডেন অব ডিজিজের এক গবেষণা বলছে, বিশ্বে প্রতি পাঁচজনের মধ্যে একজন শরীরে ব্যথার সমস্যায় ভুগছে। তাদের কারও গিরায় ব্যথা, কারও পেশিতে, আবার কেউ হাড়ের ব্যথায় আক্রান্ত। বাংলাদেশে ব্যথার সমস্যায় ভোগা রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি।
১ দিন আগেদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুসহ (১৩) তিনজনের মৃত্যু হয়েছে। ওই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩২৫ জন ডেঙ্গু রোগী।
২ দিন আগে