Ajker Patrika

শীতে বাড়ে বেলস পালসি

সাজ্জাদ হোসেন
শীতে বাড়ে বেলস পালসি

বেলস পালসি হলো একধরনের পক্ষাঘাতগ্রস্ত অবস্থা, যা মুখের প্যারালাইসিসের কারণ হতে পারে। এতে আক্রান্ত হলে মুখের চারপাশে কিছু স্নায়ু বা নার্ভ ও পেশি দুর্বল হয়ে যায় বা এক পাশ প্যারালাইজড হয়ে পড়ে। মূলত মুখের পেশিগুলো যেসব ফেশিয়াল নার্ভ নিয়ন্ত্রণ করে, সেগুলো ক্ষতিগ্রস্ত হলে এ অবস্থার সৃষ্টি হয়। এর আবিষ্কারক জন বেলের নামে এই রোগের নামকরণ করা হয়। যেকোনো বয়সের মানুষের এ রোগ হতে পারে। তবে বেলস পালসিতে নারীদের আক্রান্তের হার পুরুষের তুলনায় বেশি।

কারণ
» ভাইরাস সংক্রমণ
» মধ্যকর্ণে প্রদাহ
» ঠান্ডা লাগা
» আঘাত পাওয়া
» স্ট্রোক
» ফেশিয়াল টিউমার
» কানের অপারেশনের পর ফেশিয়াল নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি।

লক্ষণ
» আক্রান্ত ব্যক্তির মুখ এক দিকে বেঁকে যাওয়া 
» যে পাশ আক্রান্ত হয়, সেই পাশের চোখের পাতা বন্ধ বা খুলতে না পারা। ফলাফল—চোখের সংক্রমণ
» বাঁ চোখ দিয়ে পানি পড়া
» কুলি করতে গেলে পানি পড়ে যাওয়া এবং খাবার গিলতে কষ্ট হওয়া
» মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করতে না পারা
» কথা আটকে যাওয়া ইত্যাদি।

চিকিৎসা
যে কারণে বেলস পালসি হয়েছে, তা নির্ণয় করে চিকিৎসা দিলে দ্রুত রোগটি ভালো হয়ে যায়। ভাইরাসের কারণে বেলস পালসি হলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে অ্যান্টিভাইরাল নেওয়া যেতে পারে। মারাত্মক ক্ষেত্রে ট্রমার কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে অপারেশন করতে হতে পারে। তবে ওষুধের পাশাপাশি সঠিক ফিজিওথেরাপি স্নায়ু ও পেশিগুলোকে দ্রুত সচল করতে সহায়তা করবে। একজন গ্র‍্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট রোগীর অবস্থা বুঝে প্রয়োজনীয় ফিজিওথেরাপি দিয়ে থাকেন। এ ছাড়া ফেশিয়াল নার্ভ পালসি কিংবা আঘাতের কারণে চোখে ঝাপসা দেখা, চোখের ওপরের পাতা পড়ে যাওয়া এবং চোখের পানি শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে। সে ক্ষেত্রে একজন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

আক্রান্ত হলে করণীয়
» মুখে ঠান্ডা না লাগানো।
» ঘরের বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করা।
» চোখ পরিষ্কার রাখা এবং চোখে পানির ঝাপটা দেওয়া। প্রয়োজনে ঘুমানোর সময় চোখে পট্টি বা নরম কাপড় ব্যবহার করা।
» চোখ ও কানে সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। 
» আইসক্রিম ও ঠান্ডা পানি না খাওয়া। 
» ফিজিওথেরাপিস্ট চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যায়াম করা।

সাজ্জাদ হোসেন, কনসালট্যান্ট, ঢাকা ফিজিওথেরাপি অ্যান্ড স্পাইন কেয়ার, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত