ফিচার ডেস্ক
বন্যা বিশ্বের সাধারণ বিপর্যয়গুলোর অন্যতম। এ সময় দূষিত পানি এবং দীর্ঘস্থায়ী অস্বাস্থ্যকর অবস্থা থাকার কারণে বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সাধারণত ৪ ধরনের ত্বকের রোগ দেখা দিতে পারে এ সময়।
ডার্মাটাইটিস একটি সাধারণ নন-অ্যালার্জিক ত্বকের প্রদাহ। এটি দ্রুত ত্বকের ওপরের অংশের ক্ষতি করে। বন্যার সময় এর জ্বালা সাধারণত হাত ও পায়ে দেখা দেয়। এর লক্ষণগুলো সাধারণত ১ বা ২ দিনের মধ্যে প্রকাশ পায়।
চিকিৎসা ও প্রতিরোধ
ত্বকে ছত্রাকের সংক্রমণ
ছত্রাকের সংক্রমণ স্বাভাবিক অবস্থায় সহজে প্রকাশ পায় না। তবে স্থির পানি এবং আর্দ্র বাতাস ত্বককে ছত্রাক আক্রমণের উপযোগী করে তোলে। বন্যার পানি ত্বকে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে; বিশেষ করে পায়ের অংশ যদি দূষিত পানিতে ডুবে থাকে। ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের লক্ষণগুলোর মধ্যে রয়েছে চুলকানি, স্কেলিং বা পায়ের আঙুল বা আঙুলের মধ্যে ফ্ল্যাকিং। এগুলো ত্বকে প্রদাহ সৃষ্টি করে।
চিকিৎসা ও প্রতিরোধ
ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ
ব্যাকটেরিয়া সংক্রমিত ক্ষত প্রাথমিকভাবে লাল হয়ে ফুলে যায়। পরে তাতে দ্রুত পুঁজ হয় বা সেটি বড় ফোসকায় পরিণত হয়। এই সংক্রমণগুলোর চিকিৎসা সঠিকভাবে করা না হলে দীর্ঘস্থায়ী ক্ষত বা হাড়ে সংক্রমণ করতে পারে।
চিকিৎসা
এ রোগে ক্ষত পরিষ্কার রাখা কার্যকর চিকিৎসা।
ক্ষত পরিষ্কার না থাকলে সংক্রমণের উচ্চ ঝুঁকি তৈরি হয়।
আঘাতজনিত চর্মরোগ
বন্যার সময় পানিতে ডুবে থাকা বা ভেসে আসা ধারালো বস্তু, বৈদ্যুতিক তার বা বিষাক্ত প্রাণী থেকে আঘাতের ঝুঁকি থাকে। এ ধরনের বস্তু বা প্রাণীর মাধ্যমে ত্বক ক্ষতিগ্রস্ত হলে সংক্রমণ প্রতিরোধে প্রাথমিকভাবে যে কাজগুলো করতে হবে—
পোকামাকড়ের কামড়ের প্রতিক্রিয়া
বন্যার পর ডিম পাড়া এবং বৃষ্টিপাতের ফলে মশার ডিম ফোটার হার বেড়ে যায়। ফলে মশার সংখ্যা বাড়ে এবং মানুষ এর কামড়ের শিকার হয়। মশার কামড়ের লক্ষণগুলোর মধ্যে রয়েছে—কামড়ের কয়েক মিনিট পরে ফোলা এবং লালচে দাগ, ছোট ফোসকা, কালো দাগ;
যা ক্ষতের মতো দেখায়।
চিকিৎসা ও প্রতিরোধ
সূত্র: ডিওসি টু আস
বন্যা বিশ্বের সাধারণ বিপর্যয়গুলোর অন্যতম। এ সময় দূষিত পানি এবং দীর্ঘস্থায়ী অস্বাস্থ্যকর অবস্থা থাকার কারণে বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সাধারণত ৪ ধরনের ত্বকের রোগ দেখা দিতে পারে এ সময়।
ডার্মাটাইটিস একটি সাধারণ নন-অ্যালার্জিক ত্বকের প্রদাহ। এটি দ্রুত ত্বকের ওপরের অংশের ক্ষতি করে। বন্যার সময় এর জ্বালা সাধারণত হাত ও পায়ে দেখা দেয়। এর লক্ষণগুলো সাধারণত ১ বা ২ দিনের মধ্যে প্রকাশ পায়।
চিকিৎসা ও প্রতিরোধ
ত্বকে ছত্রাকের সংক্রমণ
ছত্রাকের সংক্রমণ স্বাভাবিক অবস্থায় সহজে প্রকাশ পায় না। তবে স্থির পানি এবং আর্দ্র বাতাস ত্বককে ছত্রাক আক্রমণের উপযোগী করে তোলে। বন্যার পানি ত্বকে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে; বিশেষ করে পায়ের অংশ যদি দূষিত পানিতে ডুবে থাকে। ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের লক্ষণগুলোর মধ্যে রয়েছে চুলকানি, স্কেলিং বা পায়ের আঙুল বা আঙুলের মধ্যে ফ্ল্যাকিং। এগুলো ত্বকে প্রদাহ সৃষ্টি করে।
চিকিৎসা ও প্রতিরোধ
ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ
ব্যাকটেরিয়া সংক্রমিত ক্ষত প্রাথমিকভাবে লাল হয়ে ফুলে যায়। পরে তাতে দ্রুত পুঁজ হয় বা সেটি বড় ফোসকায় পরিণত হয়। এই সংক্রমণগুলোর চিকিৎসা সঠিকভাবে করা না হলে দীর্ঘস্থায়ী ক্ষত বা হাড়ে সংক্রমণ করতে পারে।
চিকিৎসা
এ রোগে ক্ষত পরিষ্কার রাখা কার্যকর চিকিৎসা।
ক্ষত পরিষ্কার না থাকলে সংক্রমণের উচ্চ ঝুঁকি তৈরি হয়।
আঘাতজনিত চর্মরোগ
বন্যার সময় পানিতে ডুবে থাকা বা ভেসে আসা ধারালো বস্তু, বৈদ্যুতিক তার বা বিষাক্ত প্রাণী থেকে আঘাতের ঝুঁকি থাকে। এ ধরনের বস্তু বা প্রাণীর মাধ্যমে ত্বক ক্ষতিগ্রস্ত হলে সংক্রমণ প্রতিরোধে প্রাথমিকভাবে যে কাজগুলো করতে হবে—
পোকামাকড়ের কামড়ের প্রতিক্রিয়া
বন্যার পর ডিম পাড়া এবং বৃষ্টিপাতের ফলে মশার ডিম ফোটার হার বেড়ে যায়। ফলে মশার সংখ্যা বাড়ে এবং মানুষ এর কামড়ের শিকার হয়। মশার কামড়ের লক্ষণগুলোর মধ্যে রয়েছে—কামড়ের কয়েক মিনিট পরে ফোলা এবং লালচে দাগ, ছোট ফোসকা, কালো দাগ;
যা ক্ষতের মতো দেখায়।
চিকিৎসা ও প্রতিরোধ
সূত্র: ডিওসি টু আস
ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
৭ ঘণ্টা আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১ দিন আগেচিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্তের সূচনা হতে চলেছে। অস্ত্রোপচারের পর ক্ষত সারাতে সেলাই বা স্ট্যাপলারের ব্যবহারের বদলে এবার আলোর মাধ্যমে সক্রিয় হওয়া বডি গ্লু বা শরীরবান্ধব আঠা ব্যবহার করার পথে এগোচ্ছেন চিকিৎসকেরা।
১ দিন আগেশরীরের ব্যথায় কখনো ভোগেনি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গ্লোবাল বার্ডেন অব ডিজিজের এক গবেষণা বলছে, বিশ্বে প্রতি পাঁচজনের মধ্যে একজন শরীরে ব্যথার সমস্যায় ভুগছে। তাদের কারও গিরায় ব্যথা, কারও পেশিতে, আবার কেউ হাড়ের ব্যথায় আক্রান্ত। বাংলাদেশে ব্যথার সমস্যায় ভোগা রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি।
২ দিন আগে