Ajker Patrika

সিটি স্ক্যানের ফিল্ম সংকট

  • হাসপাতালের তোশিবা কোম্পানির সিটি স্ক্যান মেশিন নষ্ট হয় দুই মাস আগে।
  • নতুন কেনা হয়েছে হিটাচি কোম্পানির মেশিন, কিন্তু তাতে ফুজি ফিল্ম ব্যবহৃত হয় না।
আয়নাল হোসেন, ঢাকা 
সিটি স্ক্যানের ফিল্ম সংকট

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে। বাধ্য হয়ে আশপাশের বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে অনেককে। গুনতে হচ্ছে আড়াই থেকে তিন গুণ দাম।

হাসপাতাল সূত্র বলেছে, মিটফোর্ড হাসপাতালে প্রতিদিন ২৫-৩০টি সিটি স্ক্যান করানোর প্রয়োজন পড়ে। সে হিসাবে বছরে প্রয়োজন হয় ১৪-১৫ হাজার ফিল্ম। গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ফিল্মের সংকট দেখা দেয়। নতুন করে ফিল্ম না কেনা পর্যন্ত সিটি স্ক্যান বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই ফিল্ম কেনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেরানীগঞ্জের চড় বড়ইতলা এলাকার ৪০ বছর বয়সী বাসিন্দা মাকসুদা মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগের ইউনিট-১-এ ভর্তি আছেন। চিকিৎসক তাঁকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন। কিন্তু তাঁর স্বজনেরা দুদিন ধরে ঘুরে পরীক্ষাটি করাতে পারেননি। সিটি স্ক্যান করাতে না পারায় মাকসুদার চিকিৎসাও শুরু করতে পারছেন না চিকিৎসকেরা।

কেরানীগঞ্জের অসীম দাসের স্ত্রী তিষা রানী দাস হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি। তাঁর স্বামী অসীম দাস বৃহস্পতিবার দুপুর থেকে সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালের বিভিন্ন দপ্তরে ঘুরছেন; কিন্তু তা করাতে পারছেন না। শুধু মাকসুদা আর তিষা রানীই নন, তাঁদের মতো অনেক রোগীই সিটি স্ক্যান করাতে না পেরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের পুরোনো সিটি স্ক্যান মেশিনটি তিন মাস আগে নষ্ট হয়ে যায়। তোশিবা কোম্পানির সিটি স্ক্যান মেশিনটির বিক্রয়োত্তর সেবা (ওয়ারেন্টি) প্রায় এক বছর আগে শেষ হয়েছে। নতুন করে ওয়ারেন্টি নেওয়ার জন্য চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তোশিবা কোম্পানির মেশিনটি ফুজি ফিল্ম দিয়ে কাজ চালানো যেত। হঠাৎ মেশিনের টিউব কাজ করছিল না। পরে হাসপাতালের কর্তৃপক্ষ দুই মাস আগে হিটাচি কোম্পানির একটি সিটি স্ক্যান মেশিন কেনে। তবে এই মেশিনে ফুজি ফিল্ম ব্যবহার করা যায় না, ব্যবহার করতে হবে আগফা কোম্পানির ফিল্ম। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফুজি ফিল্মের সরবরাহ রয়েছে, আগফা কোম্পানির ফিল্ম নেই।

সরকারি হাসপাতাল থেকে সিটি স্ক্যান করতে রোগীদের ব্যয় হয় ২ হাজার টাকা। অথচ একই পরীক্ষা বাইরের বেসরকারি হাসপাতাল থেকে করাতে ব্যয় হয় ৫ থেকে ৬ হাজার টাকা।

মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক বিবেকানন্দ হালদার বলেন, আগফা কোম্পানির ফিল্মসংকট কাটাতে ইতিমধ্যে কেনার চেষ্টা চলছে। দু-তিন দিনের মধ্যে নতুন ফিল্ম সরবরাহ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক মফিজুর রহমান মোল্লা বলেন, নতুন ফিল্ম কেনা হবে। এর প্রক্রিয়া চলছে। নতুন ফিল্ম সরবরাহ পাওয়া গেলে সংকট কেটে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত