Ajker Patrika

গবাদিপশুর লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন হস্তান্তর

অনলাইন ডেস্ক
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এলএসডি প্রতিষেধক ভ্যাকসিন বীজ প্রাণিসম্পদ অধিদপ্তরকে হস্তান্তর করে বিএলআরআই। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এলএসডি প্রতিষেধক ভ্যাকসিন বীজ প্রাণিসম্পদ অধিদপ্তরকে হস্তান্তর করে বিএলআরআই। ছবি: আজকের পত্রিকা

গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। বাংলাদেশে এ রোগ দেখা দেওয়ার সাত বছর পর এই টিকা উদ্ভাবন করল সরকারি এই প্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে বিএলআরআই এলএসডি প্রতিষেধক ভ্যাকসিন বীজ প্রাণিসম্পদ অধিদপ্তরকে হস্তান্তর করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

লাম্পি স্কিন ডিজিজ একটি আন্তসীমান্তীয় ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক প্রাণিরোগ। ক্যাপ্রিপক্স পরিবারভুক্ত লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস এ রোগের প্রধান কারণ। সাধারণত গরু ও মহিষ এ রোগে বেশি আক্রান্ত হয়। এ রোগে আক্রান্তের হার ১০-৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ৫-১০ শতাংশ। তবে বাছুরের মৃত্যুর হার বেশি। দেশে ২০১৯ সালে এলএসডি রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও ২০২১ সালে এই রোগের প্রতিষেধক উৎপাদনের কাজ শুরু করে বিএলআরআই। উৎপাদনের পর এই বীজ পরীক্ষামূলকভাবে গবাদিপশুকে প্রয়োগ করা হয়েছে।

প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আজকে খুশি হওয়ার কিছু নেই। কারণ, আমাদের আরও কয়েকটি ধাপ পেরোতে হবে। এলএসডি ভ্যাকসিন বিএলআরআই উৎপাদন করবে আর প্রাণিসম্পদ অধিদপ্তর মাঠপর্যায়ে নিয়ে যাবে। মাঠপর্যায়ে দেখার কিছু বিষয় রয়েছে। কাজেই এই পর্যায়গুলো যেন আমরা ঠিকমতো করতে পারি। এই খবরগুলো মাঠপর্যায়ে খামারিদের দিতে হবে। এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর দরকার আছে।’

ভ্যাকসিন আমদানি বন্ধ করে রপ্তানি সম্ভব হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ভ্যাকসিনের কার্যক্ষমতার মানটা ঠিক রাখতে পারলে দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশেও রপ্তানি করব। সেই সক্ষমতা যেন অর্জন করতে পারি। এতে ভ্যাকসিন আমদানি বন্ধ হবে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআইয়ের ট্রান্সবাউন্ডারি অ্যানিমেল ডিজিজ রিসার্স সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আবদুস সামাদ। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক বাহানুর রহমান ও ড. নীতিশ চন্দ্র দেবনাথ।

প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রতিবছর বিদেশ থেকে কোটি কোটি টাকার এলএসডি ভ্যাকসিন আমদানি করা হয়। এতে বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে। দেশে এই ভ্যাকসিন উৎপাদন শুরু হলে খামারিরাই বেশি উপকৃত হবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত