Ajker Patrika

রোদে মিলবে ভিটামিন ‘ডি’

শায়লা শারমিন
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৩: ৫৫
রোদে মিলবে ভিটামিন ‘ডি’

শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অন্যতম ভিটামিন ‘ডি’। বর্তমান সময়ে প্রমাণিত, নানা শারীরিক সমস্যার পেছনে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে শরীরে ভিটামিনের ঘাটতি। ভিটামিন ‘ডি’ হাড় ও দাঁতের গঠনের জন্য খুবই দরকারি। এর অভাবে শিশুদের রিকেট রোগ হওয়ার পাশাপাশি বড়দের অস্টিওপোরোসিস বা হাড় পাতলা হওয়ার আশঙ্কা বাড়ে। অথচ এই গুরুত্বপূর্ণ ভিটামিনের উৎস রোদ। প্রতিদিন নির্দিষ্ট সময় রোদে থাকলে ভিটামিন ‘ডি’র অভাব দূর হয়। 

কখন রোদে থাকবেন
প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে ১৫ থেকে ৩০ মিনিট অবশ্যই রোদে থাকা বা রোদের তাপ শরীরে লাগানো নিশ্চিত করুন। যতটা সম্ভব স্বল্প কাপড় পরিধান করে এবং সানস্ক্রিন না মেখে রোদে দাঁড়িয়ে থাকুন, যাতে সূর্যের আলোকরশ্মি সরাসরি চামড়ায় পড়ে। সূর্যের আলো শরীরে ভিটামিন ‘ডি’ তৈরি করে। এই ভিটামিন শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।

ঘাটতি পূরণে 
» শরীরে নিয়মিত রোদ লাগান।
» সামুদ্রিক মাছ খেতে হবে। সামুদ্রিক তৈলাক্ত মাছ থেকে প্রতিদিনের ভিটামিন ‘ডি’র চাহিদা পূরণ করা যায়।
» চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট খেতে পারেন শরীরে ভিটামিন ‘ডি’ ঘাটতি হলে।

শরীরে নিয়মিত রোদ লাগানভিটামিন ‘ডি’ যেসব কাজ করে
রক্তের চাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে ভিটামিন ‘ডি’। এটি হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল অ্যাকটিভিটি নিয়মিত রাখে। হাড়, মাংস, জয়েন্টের সুস্থতা নিশ্চিত করে এবং ত্বকের ক্যানসার, কোলন ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, কিডনি ক্যানসারের প্রবণতা কমায় এই ভিটামিন। এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ, অ্যাজমা বা শ্বাসকষ্ট কমানো ভিটামিন ‘ডি’র গুরুত্বপূর্ণ কাজ। ফলে শরীরে এই ভিটামিনের মাত্রা ঠিক রাখা জরুরি।

ভিটামিন ‘ডি’ ঘাটতিজনিত স্বাস্থ্য সমস্যা
» হাড় ক্ষয় হওয়ার প্রবণতা বেড়ে যাওয়া।
» পেশিতে যন্ত্রণা বা ব্যথা হওয়া। 
» ক্লান্তিবোধ ও মানসিক অবসাদ। 
» সারাক্ষণ অসুস্থতা বোধ হওয়া। 
» প্রচুর চুল পড়া। 
» ঘা শুকাতে অনেক বেশি সময় লাগা। 
» ওজন না কমা। 

লেখক: সিনিয়র নিউট্রিশনিস্ট, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত