সিংহাম অ্যাগেইনে এবার লঙ্কাকাণ্ড
গর্জন দিয়ে আবার হাজির সিংহাম। ১ নভেম্বর থেকে দেখা যাবে তার মারদাঙ্গা অ্যাকশন। তার আগে গতকাল প্রথম ঝলক নিয়ে এল সিংহাম অ্যাগেইন টিম। আগের ‘সিংহাম’ ও ‘সিংহাম রিটার্নস’-এর তুলনায় এবারের পর্ব যে শুধু তারকাসমৃদ্ধ, তা নয়, অ্যাকশনেও ভিন্ন—সেই আভাস পাওয়া গেল ট্রেলারে। গল্পেও আছে নতুনত্ব। রামায়ণের সঙ্গে আধুনি