Ajker Patrika

নির্বাচনী বিরিয়ানি বিক্রির ধুম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ১৯
নির্বাচনী বিরিয়ানি বিক্রির ধুম

জগন্নাথপুরে নির্বাচনী বিরিয়ানি বিক্রির ধুম পড়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের সবকটি রেস্তোরাঁয় সকাল থেকে বিকেল পর্যন্ত বিরিয়ানি বিক্রির হিড়িক পড়ে। শহরের কয়েকটি রেস্তোরাঁ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

দেখা যায়, শহরের পৌর পয়েন্টের এক রেস্তোরাঁয় ক্রেতাদের উপচেপড়া ভিড়। কয়েকজন চেয়ারম্যান ও মেম্বারপ্রার্থী তাঁদের কর্মী ও সমর্থকদের জন্য বিরিয়ানি কিনছেন। অর্ডার পাওয়ার পর বিরিয়ানির প্যাক তৈরি করা হচ্ছে। রেস্তোরাঁয় দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারীরা প্রচণ্ড ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। একই চিত্র দেখা গেছে শহরের প্রায় সবকটি রেস্তোরাঁয়।

রেস্তোরাঁগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন সকাল থেকে দিনভর নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে স্ব স্ব কর্মী-সমর্থকেরা এসেছেন মনোনয়ন দাখিলের জন্য। মনোনয়নপত্র দাখিলের পর অধিকাংশ প্রার্থী তাদের সমর্থকদের জন্য বিরিয়ানির আয়োজন করেন। প্রচণ্ড ভিড়ে যারা রেস্তোরাঁয় বসার আসন পান না তাঁরা রেস্তোরাঁ থেকে বিরিয়ানি কিনে অন্য স্থানে খাওয়ার ব্যবস্থা করে। অনেকে অগ্রিম বিরিয়ানির অর্ডার দেন। অর্ডার অনুয়ায়ী বিরিয়ানি সরবরাহ করা হয়।

শহরের পৌর পয়েন্টের এক রেস্তোরাঁর মালিক মকবুল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘জগন্নাথপুরর প্রতিটি স্থানীয় নির্বাচনে মনোনয়ন দাখিলের দিন শহরে প্রার্থী সমর্থকদের ঢল নামে। মনোনয়ন দাখিল শেষ হয়ে গেলে, প্রার্থীরা তাঁদের সঙ্গে আসা লোকজনের জন্য বিরিয়ানির আয়োজন করেন।’

তিনি আরও বলেন, ‘অনেকে অগ্রিম অর্ডার দেন। আমরা অর্ডার অনুয়ায়ী বিরিয়ানি ডেলিভারি করি। এদিনের মতো অন্য কোনো দিন এত বিরিয়ানি বিক্রি হয় না। ওই দিন জমজমাট বিক্রি হয়।’ বৃহস্পতিবার ৮ হাজার বিরিয়ানি বিক্রি করেন বলেও জানান তিনি।

একাধিক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা জানান, মনোনয়ন দাখিলের উৎসবে লোকজন ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে সদরে ছুটে আসেন। তাই তাঁদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আমরা প্রার্থীকে বলেছি। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত