Ajker Patrika

সাড়ে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ৪৮
সাড়ে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

ফেনীর পরশুরামে প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা, গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পরশুরামে প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা এবং ৯০ গ্রাম গাঁজাসহ আবদুল মান্নান মিন্টু (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর রাজষপুর এলাকা থেকে গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৭-এর একটি দল।

মিন্টু চিথলিয়ার ইউনিয়নের উত্তর রাজেশপুরের মৃত আবুল কাশেমের ছেলে। র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল গত রোববার চিথলিয়া ইউনিয়নের উত্তর রাজষপুর এলাকার জন্টু মিয়ার বাড়িসংলগ্ন সড়কে অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে আবদুল মান্নান মিন্টুকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। এ সময় তাঁর কাছে থাকা ১ হাজার ৪৫০টি ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু জানান, সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা, গাঁজা) কক্সবাজার ও টেকনাফ থেকে এনে ফেনীর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি।

এ ব্যাপারে র‍্যাব-৭-এর ফেনীর অধিনায়ক নায়েব সুবেদার মো. কামাল উদ্দিন বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন ইয়াবা ও গাঁজাসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত