Ajker Patrika

নোয়াখালীতে ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৯: ১৫
নোয়াখালীতে ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলায় ১৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে সবাইকে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও খুশি নন মামলার বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা।

দণ্ডপাপ্ত আসামিরা হলেন—নূর হোসেন বাদল, আবদুর রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন মিঞা, মাইন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন, আব্দুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন, নূর হোসেন রাসেল, মিজানুর রহমান তারেক, আনোয়ার হোসেন সোহাগ ও দেলোয়ার হোসেন দেলু। তাঁদের মধ্যে আব্দুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীর ঘরে ঢুকে তাঁকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন মামলার প্রধান আসামি নুর হোসেন বাদল ও তাঁর লোকজন। নির্যাতনের সময় মোবাইলে ধারণকৃত ভিডিওটি ওই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমের ভিডিও প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনায় ওই দিন রাতে ১৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই নারী। চলতি বছরের ৩ জানুয়ারি আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের সম্পৃক্ততা না থাকায় তাঁকে বাদ দিয়ে ১৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী। ৩০ কর্মদিবসে ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এ রায় দেওয়া হলো।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের (পিপি) রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত এ মামলায় বিশ্লেষণপূর্বক পর্যবেক্ষণ দিতে গিয়ে বলেছেন, ঘটনার নারকীয়তা ও বীভৎসতা অনুযায়ী আসামিদের শাস্তি কম হয়েছে। তবে আইনে যতটুকু বিধান রয়েছে অর্থাৎ বিধানের সর্বোচ্চ শাস্তিই তাঁদের দেওয়া হয়েছে।

তবে মামলার বাদী ও নির্যাতিত ওই নারী রায়ে অসন্তোষ জানিয়ে বলেন, ‘আমি এ রায়ে খুশি নই। আমি আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড চাই। ১০ বছর কারাভোগের পর তারা বের হয়ে এসে আমার পরিবারের লোকজনের ওপর নির্যাতন চালাতে পারে।’

আর বাদীপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুম দিদার বলেন, রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত