Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
 
অপলাপ (বাংলা সিনেমা)।
অভিনয়: নিপুণ আক্তার, জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী ঊর্বি।
দেখা যাবে: দীপ্ত প্লে।
গল্পসংক্ষেপ: মনোবিদ অর্ক রহমানকে গ্রেপ্তার করা হয় স্ত্রী সুমিকে হত্যার অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। তবে অর্কের ব্যক্তিগত সহকারী বর্ষার বিশ্বাস, খুনটা অর্ক করেনি। সাহায্যের আশায় অর্কের বাল্যবন্ধু এডিসি সাইফ হাসানের শরণাপন্ন হয় বর্ষা। অর্ককে নির্দোষ প্রমাণ করে সাইফ। তখনই বেরিয়ে আসে এক নির্মম সত্য।
 
দ্য ফ্রিল্যান্সার (হিন্দি সিরিজ)।
অভিনয়: মোহিত রায়না, কাশমিরা পরদেশি, অনুপম খের।
দেখা যাবে: ডিজনি হটস্টার।
গল্পসংক্ষেপ: যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ায় আটকা পড়ে আলিয়া খান। তাঁকে উদ্ধার করতে হবে। দায়িত্ব পড়ে ফ্রিল্যান্সার অবিনাশের ওপর। আলিয়াকে উদ্ধারে সিরিয়ার উদ্দেশে ছোটে অবিনাশ।
 
ফ্রাইডে নাইট প্ল্যান (হিন্দি সিনেমা)।
অভিনয়: জুহি চাওলা, বাবিল খান, আধিয়া আনন্দ।
দেখা যাবে: নেটফ্লিক্স।
গল্পসংক্ষেপ: দুই ভাইয়ের আজ মহাআনন্দ। বাসায় নেই মা। এই সুযোগে বন্ধুদের নিয়ে পার্টি করার প্ল্যান করে তারা। নানা পরিকল্পনা সাজায়। কিন্তু সেই পার্টির রাতটা তাদের জীবনের আনন্দের রাত না হয়ে বিভীষিকাময় এক রাত হয়ে ওঠে।
 
দ্য হুইল অব টাইম (ইংলিশ সিরিজ)।
অভিনয়: রোজামুন্ড পাইক, ড্যানিয়েল হেনি, জ্যো রবিন।
দেখা যাবে: প্রাইম ভিডিও।
গল্পসংক্ষেপ: ২০২১ সালের নভেম্বর মুক্তি পেয়েছিল সিরিজটির প্রথম সিজন। প্রথম সিজনের মতোই রহস্য, থ্রিলার আর অ্যাকশনে ভরপুর থাকছে দ্বিতীয় সিজন। অদ্ভুত ক্ষমতার রহস্যময় এক নারী আসে গ্রামে। জানায়, পাঁচ যুবকের সন্ধান করছে সে, যাদের মাঝে রয়েছে পুরোনো এক ভবিষ্যদ্বাণীর পূর্ণতা আনার ক্ষমতা, রয়েছে ভালো-মন্দকে বদলে দেওয়ার সক্ষমতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত