Ajker Patrika

প্রথমবার একসঙ্গে ঈদের ধারাবাহিকে তাঁরা ছয়জন

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২: ০২
প্রথমবার একসঙ্গে ঈদের ধারাবাহিকে তাঁরা ছয়জন

বাংলাদেশের কিংবদন্তি তিন অভিনেত্রী—একুশে পদকপ্রাপ্ত দিলারা জামান ও ফেরদৌসী মজুমদার এবং চলচ্চিত্রে ‘আজীবন সম্মাননা’প্রাপ্ত ডলি জহুর। এবারই প্রথম একসঙ্গে ঈদের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তাঁরা। তাঁদের সঙ্গে আরও থাকছেন অভিনেত্রী ও নাট্যনির্দেশক আফসানা মিমি, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। ফারিয়া হোসেনের রচনা ও আরিফ খানের পরিচালনায় আসন্ন ঈদে চ্যানেল নাইনে প্রচারের জন্য তৈরি হচ্ছে ‘চাঁদ হাসে আলো আসে’ নামের ধারাবাহিকটি। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন ছয় অভিনেত্রী। ঈদকে কেন্দ্র করে নির্মিত তারকাবহুল ঈদ ধারাবাহিক এটি।
ফেরদৌসী মজুমদার জানিয়েছেন, এখন অভিনয়ে সময় দিতে পারছেন না। তবে এই গল্প তাঁর ভীষণ ভালো লেগেছে। তাই এতে অভিনয়ের সম্মতি জানিয়েছেন।
অন্যদিকে, এমন একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করতে পেরে আনন্দিত দিলারা জামান বলেন, ‘ফারিয়া হোসেনের গল্পে আগেও অভিনয় করেছি। আরিফ খান বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করেন। এই ধারাবাহিকের গল্প আমার ভীষণ ভালো লেগেছে।

আমি এক দিনই শুটিং করেছি। আরও যাঁরা অভিনয় করছেন যেমন ফেরদৌসী মজুমদার, ডলি জহুর—তাঁদের সঙ্গে আমার কাজ হয়নি। কিন্তু শুনেছি, কাজ ভালো হচ্ছে। আগামী ঈদে বলার মতো একটি কাজ এটি।’

ডলি জহুর বলেন, ‘নাটকের গল্পে আমাকে দেখা যাবে আফসানা মিমির শাশুড়ির চরিত্রে। আবার আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজমুদার। আরিফ সব সময় কাস্টিংয়ে চমক দেওয়ার চেষ্টা করেন। যথারীতি এবারও তা করছেন। দীর্ঘদিন পর মিমি, ফেরদৌসী আপার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। কাজের ফাঁকে ফাঁকে পুরোনো দিনের কত স্মৃতি যে আমরা রোমন্থন করেছি! ধন্যবাদ নাট্যকার ফারিয়া হোসেনকে এত চমৎকার একটি গল্প লেখার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত