Ajker Patrika

রাতভর যুদ্ধে হানাদারমুক্ত হয় রাজাপুর

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ৩৬
রাতভর যুদ্ধে  হানাদারমুক্ত হয় রাজাপুর

আজ ২৩ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে ঝালকাঠির রাজাপুর থানা সর্বপ্রথম পাকিস্তানি হানাদারমুক্ত হয়। ৯ নম্বর সেক্টরের মধ্যে সর্বপ্রথম রাজাপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। রাতভর তুমুল যুদ্ধের পরে হানাদার বাহিনী পরাজিত হয়। তারা মুক্তিযোদ্ধাদের কাছে ২৩ নভেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

জানা যায়, ১৯৭১ সালের ২২ নভেম্বর সন্ধ্যা থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর আস্তানায় আক্রমণ চালান, শুরু হয় তুমুল গোলাগুলি। ২৩ নভেম্বর ভোর ৪টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ দিনের যুদ্ধে শহীদ হন আবদুর রহমান, আব্দুর রাজ্জাক এবং গুরুতর আহত হন হোসেন আলীসহ কমপক্ষে ২০ জন মুক্তিযোদ্ধা। সেই দিনের যুদ্ধে অংশ নেন প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা। এ যুদ্ধে নেতৃত্ব দেন ৯ নম্বর সেক্টরের অন্যতম সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মু. শাহজাহান ওমর। এ যুদ্ধে পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত