Ajker Patrika

দরপত্রের বাক্স ভেঙে শিডিউল ছিনতাই

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১: ৪৪
দরপত্রের বাক্স ভেঙে শিডিউল ছিনতাই

চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দরপত্র বাক্স ভেঙে শিডিউল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউএনও বাদী হয়ে জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীকে প্রধান আসামি করে ছয়জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করেন। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, প্রধান আসামি আল আমিন ফরাজীসহ পলাতকদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বন্ডকরণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতাধীন পাঁচটি প্যাকেজের শিডিউল জমা দেওয়ার শেষ তারিখ ছিল সোমবার বেলা ১টায়। ঠিকাদারদের শিডিউল জমা দেওয়ার পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রবিউল ইসলাম টেন্ডার বাক্স সিলগালা করে চলে যান। এরপরই ওই দুর্বৃত্তরা দলবল নিয়ে ইউএনওর কক্ষে প্রবেশ করে দরপত্রের বাক্স ভেঙে জমা করা সব শিডিউল ছিনিয়ে নিয়ে যান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রবিউল ইসলাম বলেন, ‘দরপত্র বাক্সটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সিলগালা করে রাখা হয়। পরে নামাজ আদায় করার জন্য মসজিদে গেলে কিছুক্ষণ পর টেন্ডার বাক্স ভেঙে জমা পড়া শিডিউল নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পরে বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। তিনি নিজেই বাদী হয়ে মামলা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত