মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১১টি ঘর নির্মাণ করা হয়। সাদুল্লাপুর গ্রামে অবস্থিত এসব ঘরে ১১টি পরিবারের বসবাস রয়েছে। তবে বিদ্যুৎ, পানি ও শীতবস্ত্র-সংকটসহ নানা অসুবিধায় জীবনযাপন করছে এসব পরিবার। অথচ কেউ তাঁদের খবর নিচ্ছেন না। এমনকি উপজেলা প্রশাসনেরও তদারকি নেই বলে জানান এসব পরিবারের সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আছিয়া, প্রিয়াংকা রানী, মঞ্জু রানী, আরিফ ও তছি বেগমের ঘরে বিদ্যুতের মিটার সংযোগ নেই। ঘরে ওঠার পর কিছুদিন অন্ধকারে থেকে বাধ্য হয়ে সাইড লাইন দিয়ে বিদ্যুৎ সংযোগ দেন তাঁরা। সব পরিবারের জন্য স্থাপন করা হয়েছে দুটি গভীর নলকূপ। স্থাপনের কিছুদিন পর থেকেই একটি বিকল আর অপরটিতে পরিমাণমতো পানি ওঠে না। ফলে সুপেয় পানির অভাবে ভুগছে পরিবারগুলো।
গুচ্ছগ্রাম নির্মাণের পর থেকে এক বছর ধরে এই সমস্যাগুলো নিয়ে দিনাতিপাত করছেন তাঁরা। প্রিয়াংকা, মঞ্জু রানী ও তছি বেগম বলেন, তাঁদের ঘরে বিদ্যুতের মিটার নেই। থাকার সমস্যা হচ্ছিল। পরে পাশের ঘর থেকে সাইড লাইন এনে কোনো রকম চলছে। খাবারের পানি নাই, গোসলের পানি নাই, টয়লেটের ট্যাংকের অবস্থা ভালো না। তাই এখানকার স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের প্রতিনিয়তই তর্ক করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্রও পাননি তাঁরা।
এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন, প্রশাসনের কোনো কর্মকর্তা, চেয়ারম্যান, সদস্য কেউ তাঁদের খবর নেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, ‘ঘরগুলো নির্মাণ করে আমরা প্রতিটি ঘরে থাকা বাসিন্দাদের কাছে দলিল করে হস্তান্তর করেছি। টিউবওয়েল ও বিদ্যুতের সমস্যা থাকলে আমরা সরেজমিন দেখে ব্যবস্থা নেব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সমস্যা সমাধান করে দেওয়া হবে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভায় ৫টি, গজরা ইউনিয়নে ৫টি ও সাদুল্লাপুর ইউনিয়নে ১১টি ঘর নির্মাণ করা হয়েছে। গত বছরের জানুয়ারিতে এই ঘরগুলো মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরাদ্দ করা হয় ভূমি ও আশ্রয়হীন মানুষের জন্য। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। বাসস্থানহীন পরিবারের মাঝে ঘরগুলো বরাদ্দ করে দলিল করে দেওয়া হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১১টি ঘর নির্মাণ করা হয়। সাদুল্লাপুর গ্রামে অবস্থিত এসব ঘরে ১১টি পরিবারের বসবাস রয়েছে। তবে বিদ্যুৎ, পানি ও শীতবস্ত্র-সংকটসহ নানা অসুবিধায় জীবনযাপন করছে এসব পরিবার। অথচ কেউ তাঁদের খবর নিচ্ছেন না। এমনকি উপজেলা প্রশাসনেরও তদারকি নেই বলে জানান এসব পরিবারের সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আছিয়া, প্রিয়াংকা রানী, মঞ্জু রানী, আরিফ ও তছি বেগমের ঘরে বিদ্যুতের মিটার সংযোগ নেই। ঘরে ওঠার পর কিছুদিন অন্ধকারে থেকে বাধ্য হয়ে সাইড লাইন দিয়ে বিদ্যুৎ সংযোগ দেন তাঁরা। সব পরিবারের জন্য স্থাপন করা হয়েছে দুটি গভীর নলকূপ। স্থাপনের কিছুদিন পর থেকেই একটি বিকল আর অপরটিতে পরিমাণমতো পানি ওঠে না। ফলে সুপেয় পানির অভাবে ভুগছে পরিবারগুলো।
গুচ্ছগ্রাম নির্মাণের পর থেকে এক বছর ধরে এই সমস্যাগুলো নিয়ে দিনাতিপাত করছেন তাঁরা। প্রিয়াংকা, মঞ্জু রানী ও তছি বেগম বলেন, তাঁদের ঘরে বিদ্যুতের মিটার নেই। থাকার সমস্যা হচ্ছিল। পরে পাশের ঘর থেকে সাইড লাইন এনে কোনো রকম চলছে। খাবারের পানি নাই, গোসলের পানি নাই, টয়লেটের ট্যাংকের অবস্থা ভালো না। তাই এখানকার স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের প্রতিনিয়তই তর্ক করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্রও পাননি তাঁরা।
এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন, প্রশাসনের কোনো কর্মকর্তা, চেয়ারম্যান, সদস্য কেউ তাঁদের খবর নেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, ‘ঘরগুলো নির্মাণ করে আমরা প্রতিটি ঘরে থাকা বাসিন্দাদের কাছে দলিল করে হস্তান্তর করেছি। টিউবওয়েল ও বিদ্যুতের সমস্যা থাকলে আমরা সরেজমিন দেখে ব্যবস্থা নেব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সমস্যা সমাধান করে দেওয়া হবে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভায় ৫টি, গজরা ইউনিয়নে ৫টি ও সাদুল্লাপুর ইউনিয়নে ১১টি ঘর নির্মাণ করা হয়েছে। গত বছরের জানুয়ারিতে এই ঘরগুলো মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরাদ্দ করা হয় ভূমি ও আশ্রয়হীন মানুষের জন্য। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। বাসস্থানহীন পরিবারের মাঝে ঘরগুলো বরাদ্দ করে দলিল করে দেওয়া হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫