Ajker Patrika

১৫ কিমিতে দীর্ঘ যানজট ৬ ঘণ্টা ভোগান্তি যাত্রীদের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ কিমিতে দীর্ঘ যানজট ৬ ঘণ্টা ভোগান্তি যাত্রীদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে সংস্কার চলায় এ যানজট বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে এই যানজটের কবলে পড়ে ঠায় দাঁড়িয়ে থাকে দূরপাল্লার শত শত যানবাহন। পাশাপাশি যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের হাজারো যাত্রীকে।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই যানজট বিকেল ৪টার পরও স্বাভাবিক হয়নি। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা যানবাহন কচ্ছপগতিতে একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে।

সরেজমিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা যায় বাড়বকুণ্ড থেকে জোরামতল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার, ট্যাক্সিসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে যাত্রীরা অসহনীয় কষ্ট করছেন।

যানজটের কবলে আটকা পড়া সীতাকুণ্ড পৌরসদর এলাকার বাসিন্দা অশোক দাস জানান, তিনি দুপুরে চট্টগ্রাম যেতে সীতাকুণ্ড পৌরসদর বাসস্টেশন থেকে গাড়িতে ওঠেন। বাসটি বাড়বকুণ্ড বাজারে গিয়ে যানজটের কবলে পড়ে। সেখান থেকে ধীরগতিতে যেতে যেতে প্রায় ২ ঘণ্টার অধিক সময় পর তিনি কুমিরা বাজার অতিক্রম করেন। তবে জোরামতল এলাকায় যাওয়ার পর আবারও যানজটে পড়েন। দীর্ঘ ৩ ঘণ্টারও অধিক সময় ধরে যানজটে আটকা থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছিলেন তিনি।

বাড়বকুণ্ডের ভায়েরখীল এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, তিনি দুপুরের পর ব্যক্তিগত কাজে শহরে যেতে শুকলাল হাট বাজার থেকে গাড়িতে ওঠেন। কিন্তু যানজটের কারণে মন্থর গতিতে গাড়ি চলায় ৫ মিনিটের পথ বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত এসেছেন ২ ঘণ্টারও বেশি সময়ে। কী কারণে এ যানজট, তা বুঝতে পারেননি। তবে বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘক্ষণ যানজটে থাকার পর আবার ফিরে এসেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে যানজট নিরসনের দায়িত্বে থাকা বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের কুমিরা এলাকার দিকে কিছু সংস্কার চলছে। গতকাল একই স্থানে সংস্কারের কারণে ২৫ কিলোমিটারেরও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সংস্কারকাজের জন্য আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তবুও তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করি, অল্প সময়ে যানজট নিয়ন্ত্রণে আসবে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক ও জনপদ বিভাগ পূর্বঘোষণা ছাড়াই সড়কের একপাশ বন্ধ করে সংস্কারকাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীসাধারণকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত