Ajker Patrika

স্যার ডন ব্র্যাডম্যানের বাড়ির খোলা দরজা…

রানা আব্বাস, অ্যাডিলেড থেকে
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১১: ৪২
স্যার ডন ব্র্যাডম্যানের বাড়ির খোলা দরজা…

অ্যাডিলেডে এলে কেনসিংটন পার্কের ২ হোল্ডেন স্ট্রিটে একবার না গেলেই নয়। নিখাদ ক্রিকেট রোমান্টিকদের কাছে এটি শুধুই একটা বাড়ি নয়, ক্রিকেট-তীর্থ। হোল্ডেন স্ট্রিটে লাল দালানটা যেন অস্ট্রেলীয় ক্রিকেটের লাল দুর্গ। সিডনির বাউরালে শৈশব-কৈশোর কাটিয়ে স্যার ডন ব্র্যাডম্যান পরে জায়গা বদলে এখানেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন।

শেষ জীবনে একেবারেই নিভৃতে, নীরবে কাটানো স্যার ডনের বাড়িতে এখন আর কেউ থাকেন না। নির্জনতায় ডুবে থাকা বিখ্যাত লাল দালানের মূল ফটক তো বটেই, ভেতরের দরজাও খোলা দেখা গেল গতকাল। শহরের ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত স্যার ব্র্যাডম্যানের বাড়ির দরজা এভাবে খোলা দেখতে পাওয়া দুর্লভ।

দরজা খোলা দেখেই যেই না ভেতরে প্রবেশের চেষ্টা, ফটকের সামনের গাড়ি থেকে দ্রুত নেমে এলেন একজন। ‘অ্যাপয়নমেন্ট নিয়ে এসেছেন?’—একটু বিস্ময় আর বিরক্তি মেশানো কণ্ঠে জানতে চাইলেন। তিনি সঙ্গে সঙ্গে কাকে যেন ফোন দিলেন। বাড়ির ভেতর থেকে আরেক ভদ্রলোক হন্তদন্ত হয়ে ছুটে এলেন। তিনি জানালেন, তাঁরা এসেছেন এবিসি নিউজ থেকে। অনেক কষ্টে স্যার ব্র্যাডম্যানের বাড়িতে ঢোকার অনুমতি মিলেছে তাঁদের। তাঁদের সঙ্গে থাকা যাবে কি না, এ অনুরোধ করতেই ঝটপট উত্তর এল—‘না’। সাবধানও করে দিলেন, অনুমতি ছাড়া এই বাড়িতে প্রবেশ নিষেধ। অগত্যা ফিরতে হলো ব্র্যাডম্যানের বাড়ির উঠান থেকেই। অ্যাডিলেড শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের কেনসিংটন পার্কে দাঁড়িয়ে লাল বাড়িটা ছেড়ে আসতে হলো অনেক আফসোস আর অতৃপ্তি নিয়ে।

ব্র্যাডম্যানের শহরে এখন চলছে ক্রিকেট উৎসব। আগামী চার দিনে এ শহরেই ম্যাচ খেলবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টির এই উৎসবকে আরও রঙিন করতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা মিলছেন অ্যাডিলেডে। শুধু খেলা দেখতে নয়, খেলতেও। অস্ট্রেলিয়ার আট রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া আট দলের অংশগ্রহণে অ্যাডিলেডে হতে যাচ্ছে ‘স্কোয়াড বাংলাদেশ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ’ নামের একটি টুর্নামেন্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত