Ajker Patrika

বৃষ্টিতে পানি জমে পাকা ধান ও সরিষার ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ২৬
বৃষ্টিতে পানি জমে পাকা ধান ও সরিষার ক্ষতি

ঝিনাইদহে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে টানা বৃষ্টিতে ফসলের খেতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাকা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় হাহাকার করছেন কৃষকেরা। পাশাপাশি মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি জমেছে সরিষা, পেঁয়াজ ও গমের খেতেও। কৃষকেরা জানান, এতে তাঁদের অনেক লোকসান হবে।

ঝিনাইদহ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ বছর মোট আমন আবাদ হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১২ হেক্টর, সরিষা ৯ হাজার ১৭১ হেক্টর, পেঁয়াজ ৭৬১ হেক্টর, গম ৪ হাজার ৩৫৪ হেক্টর, ভুট্টা ১০ হাজার ৮৮৫ হেক্টর জমিতে। আবাদকৃত আমন ধানের প্রায় ২০ ভাগ এখনো জমিতেই রয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, জাওয়াদের প্রভাবে তীব্র বৃষ্টিতে মাঠের পর মাঠ পাকা আমন ধান ডুবে আছে। আর কেটে রাখা ধান ভাসছে। একই অবস্থা সরিষা, গমসহ শাক-সবজির খেত। কৃষকেরা বৃষ্টিতে ভিজে জমির আইল কেটে সরিষা ও শাক-সবজির খেত থেকে পানি সরানোর চেষ্টা করছেন।

সদর উপজেলার চুটলিয়া গ্রামের কৃষক লিয়াকত হোসেন জানান, এ বৃষ্টিতে শস্যের খেতে পানি জমে গেছে। এখন কোদাল নিয়ে মাঠে এসে জমির আইল কেটে পানি বের করার চেষ্টা করছেন। এ পানি বের না হলে ধানের গোড়া পচে সব নষ্ট হয়ে যাবে। কৃষক রহমান মিয়া জানান, তাঁর মাঠে ৫ বিঘা জমিতে ধান ছিল। দুই বিঘা জমির ধান বাড়িতে নিতে পেরেছেন। বাকি সব ধান মাঠে বৃষ্টির পানিতে ভাসছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী জানান, এ পানি ৪ থেকে ৫ দিন থাকলে লোকসানের পরিমাণ অনেক বেশি হবে। আমরা চেষ্টা করছি কি পরিমাণ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তা বের করার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত