Ajker Patrika

প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯: ৩৭
প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবি

বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদের জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় ভাই স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রকে (১৬) ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এতে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিলকিস বেগম, শিক্ষক আদিত্য চন্দ্র দাস, আব্দুস সাত্তার, অরুণ মোহন নাথ, মো. রুনু মিয়া, মো. তারেক আহমদ ও ইন্দ্রজিৎ দেব এবং এলাকাবাসীর পক্ষে আজাদ আহমেদ।

বক্তারা বলেন, এলাকার দুই কিশোর ওই ছাত্রের বোনকে প্রায়ই উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় ছাত্রের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে ওই দুই কিশোর। এর জেরে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রের গলায় ছুরিকাঘাত করে ওই দুই কিশোর। এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে ওই ছাত্রকে উদ্ধার করে এবং এক কিশোরকে আটক করে। তবে প্রধান অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলায় ছাত্রের শ্বাসনালির ভেতরে পাঁচটি ও গলায় ২২টি সেলাই দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, ‘পরে হামলার ঘটনায় ছাত্রের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় মামলা করা হয়। কিন্তু এত দিনেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা চাই, হামলাকারী ওই কিশোরকে শিগগির গ্রেপ্তার করা হোক। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

ছাত্রের বাবা বলেন, ‘আমার ছেলের ওপর হামলার ওই ঘটনায় থানায় মামলা করলে বিষয়টি স্থানীয়ভাবে আপস করার জন্য আমাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। পরে জীবনের নিরাপত্তা চেয়ে ৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে আরেকটি মামলা করি। আমি চাই আমার ছেলের হত্যাচেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত