Ajker Patrika

স্টার্ক-লায়নে দিশেহারা ইংল্যান্ড

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ৩৪
স্টার্ক-লায়নে দিশেহারা ইংল্যান্ড

অ্যাশেজে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষেই বিপাকে ছিল ইংল্যান্ড। কিন্তু সেই বিপর্যয় কাটিয়ে তৃতীয় দিনের শুরুতে ইংলিশদের স্বপ্ন দেখান দুই অপরাজিত ব্যাটার জো রুট ও ডেভিড মালান। তবে এই দুজনের ব্যাটে জেগে ওঠা সম্ভাবনাকে পূর্ণতা দিতে পারেননি বাকিরা। মিচেল স্টার্ক-নাথান লায়নদের দুর্দান্ত বোলিংয়ে গতকাল ২৩৬ রানেই গুঁড়িয়ে যায় ইংলিশরা।

এদিন প্রতিপক্ষকে ফলোঅন করানোর সুযোগ পেয়েও সে পথে হাঁটেনি অস্ট্রেলিয়া। বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার লক্ষ্যে নিজেরা ব্যাটিংয়ে নামে। দিন শেষ ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৫ রান। প্রথম ইনিংসে ৪৭৩ করা অজিদের লিড এখন ২৮২ রানের। এই টেস্টে এখন ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ইংল্যান্ডকে।

আগের দিনে ২ উইকেটে ১৭ রান নিয়ে দিন শুরু করে অসি বোলারদের নিরাশ করেন মালান ও রুট। এ দুজন দলকে পৌঁছে দেন ১৫০ রানে। দারুণ ছন্দে থাকা রুটকে ফিরিয়ে এ জুটি ভাঙেন ক্যামেরন গ্রিন। ফেরার আগে রুটের ব্যাট থেকে আসে ৬২ রান। এই ইনিংসে অনেক মাইলফলক ছুঁয়েছেন রুট। অধিনায়ক হিসেবে টেস্ট অর্ধশতকে ছাড়িয়ে গেছেন অ্যালিস্টার কুককে (৩৬)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে রুট (১১) ছাড়িয়েছেন পিটার মেকে (১০)। একই কীর্তি গড়েছেন অধিনায়ক হিসেবেও। এদিকে সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি মালানও। ব্যক্তিগত ৮০ রানে স্টার্কের বলে ক্যাচ দেন স্মিথের হাতে।

মালানের বিদায়ের পর আর থিতু হতে পারেনি ইংলিশ ব্যাটিং লাইন। এরপর বেন স্টোকস ও ক্রিস ওকস ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৩৪ রান করেন স্টোকস, ওকসের ব্যাট থেকে আসে ২৪ রান। ৩৭ রান দিয়ে অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্টার্ক। ৩ উইকেট নিয়েছেন নাথান লায়ন। এই ম্যাচ দিয়ে দিবারাত্রির টেস্টে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন স্টার্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত