Ajker Patrika

উজ্জীবিত যুবলীগের নেতা-কর্মীরা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩০
উজ্জীবিত যুবলীগের নেতা-কর্মীরা

দীর্ঘ ১০ বছর পর আজ শুক্রবার ঝালকাঠিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবলীগের বর্ধিত সভা। সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। বর্ধিত এই সভার মধ্য দিয়ে জেলায়

আগামী দিনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এই বর্ধিত সভাকে ঘিরে যুবলীগের নেতা-কর্মীরা সরব।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ঝালকাঠিতে জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তবে কয়েক বার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সর্বশেষ ২০১১ সালে জেলা যুবলীগের আহ্বায়ক গঠন করা হয়েছিল। তখন লিয়াকত আলী খানকে আহ্বায়ক এবং রেজাউল করিম জাকির ও হাবিবুর রহমান হাবিলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল।

বেশ কিছু দিন ধরে তাদের নেতৃত্বে জেলা যুবলীগের কার্যক্রম চলার পরে লিয়াকত আলী খান ও হাবিবুর রহমান হাবিল জেলা আওয়ামী লীগের পদ পেয়ে যুবলীগের রাজনীতি থেকে নিষ্ক্রিয় হন। এর পর থেকে রেজাউল করিম জাকিরের নেতৃত্বে জেলা যুবলীগের রাজনীতি পরিচালিত

হত। বর্তমানে কেন্দ্রের নির্দেশে রেজাউল করিম জাকির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে ঝালকাঠি জেলা যুবলীগ অত্যন্ত সুসংগঠিত। দলের মধ্যে নেই কোনো গ্রুপিং। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালিত হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে। পাশাপাশি জেলা আওয়ামী লীগসহ অন্য সহযোগী সংগঠনের কর্মসূচিতেও যুবলীগের অংশ গ্রহণ থাকে লক্ষ করার মত।

বর্তমানে ঝালকাঠি জেলা, সদর উপজেলা ও শহর যুবলীগের শীর্ষ পদ পাওয়ার জন্য প্রায় ডজন খানেক নেতা দৌড়ঝাঁপ শুরু করছেন।

আজকের এই বর্ধিত সভায় প্রধান অতিথি থাকার কথা রয়েছে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) কাজী মাজাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সাইদুর রহমান জুয়েল ও তানিন তালুকদার।

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির বলেন, ‘দীর্ঘ দিন পরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঝালকাঠিতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত