মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতের তীব্রতায় গত কয়েক দিনে মৌলভীবাজার সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগী। প্রতিদিন শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে ১৫ থেকে ২০ জন শিশু। এদের মধ্যে বেশির ভাগই কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত রোগে আক্রান্ত।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের শিশুদের বিশেষ পরিচর্যাকেন্দ্রের জ্যেষ্ঠ নার্স আয়শা ফেরদৌসী বলেন, ‘ঠান্ডাজনিত রোগে হাসপাতালে শিশুসংখ্যা বাড়ছে। শিশুদের শারীরিক ধরন অনুযায়ী বিভিন্ন সেবা আমরা দিই। ইনকিউবেটরে রাখা, ফটো থেরাপি, অক্সিজেন সাপোর্টসহ সব ধরনের সাপোর্ট দেওয়া হয়।’
জেলা শহরের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে (ক্লিনিক) ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে আসা শিশুর মা ফারজানা বেগম বলেন, ‘আমার বাচ্চার বয়স ১১ মাস। ঠান্ডাজনিত রোগে বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। এখন অক্সিজেন চলছে।’
এই ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক সুমন্ত দাশ বলেন, ‘জ্বর, সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে নিউমোনিয়ার লক্ষণই বেশি। আমরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’
এদিকে ২৫০ শয্যা হাসপাতালে শিশুকে নিয়ে এসেছেন মা মিতা আক্তার। তিনি বলেন, ‘বাচ্চার শরীর ঠান্ডা হয়ে যায়, সর্দিতে নাক বন্ধ হয়ে যায়। চিকিৎসক দেখেছেন। তাঁর পরামর্শ অনুযায়ী এখন হাসপাতালের বিশেষ পরিচর্যাকেন্দ্রে ফটোথেরাপিসহ অন্য চিকিৎসা চলছে।’
সদ্য ভূমিষ্ঠ আরেক শিশুর বাবা আকুল মিয়া বলেন, চিকিৎসকের পরামর্শে আমার সন্তান বর্তমানে ইনকিউবেটরে রয়েছে।
শিশু বিশেষজ্ঞ বিশ্বজিৎ দেব জানান, শীতের সময় শিশুদের অধিক যত্ন নিতে হয়। কিন্তু আমাদের অধিকাংশ অভিভাবক তেমন সচেতন নন, ফলে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
শিশু বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল বাকি পরামর্শ দিয়ে বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে। নিয়মিত কাপড় পরিবর্তন ও গরম কাপড় পরাতে হবে। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে।
তিনি আরও বলেন, এই সময়ে তরল খাবারের পাশাপাশি শীতকালীন সবজি, আঁশজাতীয় খাবার ও ভিটামিন সি-জাতীয় খাবার খাওয়ানো উচিত। শিশুদের যেকোনো ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
মৌলভীবাজারে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতের তীব্রতায় গত কয়েক দিনে মৌলভীবাজার সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগী। প্রতিদিন শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে ১৫ থেকে ২০ জন শিশু। এদের মধ্যে বেশির ভাগই কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত রোগে আক্রান্ত।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের শিশুদের বিশেষ পরিচর্যাকেন্দ্রের জ্যেষ্ঠ নার্স আয়শা ফেরদৌসী বলেন, ‘ঠান্ডাজনিত রোগে হাসপাতালে শিশুসংখ্যা বাড়ছে। শিশুদের শারীরিক ধরন অনুযায়ী বিভিন্ন সেবা আমরা দিই। ইনকিউবেটরে রাখা, ফটো থেরাপি, অক্সিজেন সাপোর্টসহ সব ধরনের সাপোর্ট দেওয়া হয়।’
জেলা শহরের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে (ক্লিনিক) ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে আসা শিশুর মা ফারজানা বেগম বলেন, ‘আমার বাচ্চার বয়স ১১ মাস। ঠান্ডাজনিত রোগে বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। এখন অক্সিজেন চলছে।’
এই ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক সুমন্ত দাশ বলেন, ‘জ্বর, সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে নিউমোনিয়ার লক্ষণই বেশি। আমরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’
এদিকে ২৫০ শয্যা হাসপাতালে শিশুকে নিয়ে এসেছেন মা মিতা আক্তার। তিনি বলেন, ‘বাচ্চার শরীর ঠান্ডা হয়ে যায়, সর্দিতে নাক বন্ধ হয়ে যায়। চিকিৎসক দেখেছেন। তাঁর পরামর্শ অনুযায়ী এখন হাসপাতালের বিশেষ পরিচর্যাকেন্দ্রে ফটোথেরাপিসহ অন্য চিকিৎসা চলছে।’
সদ্য ভূমিষ্ঠ আরেক শিশুর বাবা আকুল মিয়া বলেন, চিকিৎসকের পরামর্শে আমার সন্তান বর্তমানে ইনকিউবেটরে রয়েছে।
শিশু বিশেষজ্ঞ বিশ্বজিৎ দেব জানান, শীতের সময় শিশুদের অধিক যত্ন নিতে হয়। কিন্তু আমাদের অধিকাংশ অভিভাবক তেমন সচেতন নন, ফলে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
শিশু বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল বাকি পরামর্শ দিয়ে বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে। নিয়মিত কাপড় পরিবর্তন ও গরম কাপড় পরাতে হবে। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে।
তিনি আরও বলেন, এই সময়ে তরল খাবারের পাশাপাশি শীতকালীন সবজি, আঁশজাতীয় খাবার ও ভিটামিন সি-জাতীয় খাবার খাওয়ানো উচিত। শিশুদের যেকোনো ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫