Ajker Patrika

ঠান্ডাজনিত রোগে কাবু শিশুরা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৫: ৩৪
ঠান্ডাজনিত রোগে কাবু শিশুরা

মৌলভীবাজারে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতের তীব্রতায় গত কয়েক দিনে মৌলভীবাজার সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগী। প্রতিদিন শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে ১৫ থেকে ২০ জন শিশু। এদের মধ্যে বেশির ভাগই কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত রোগে আক্রান্ত।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের শিশুদের বিশেষ পরিচর্যাকেন্দ্রের জ্যেষ্ঠ নার্স আয়শা ফেরদৌসী বলেন, ‘ঠান্ডাজনিত রোগে হাসপাতালে শিশুসংখ্যা বাড়ছে। শিশুদের শারীরিক ধরন অনুযায়ী বিভিন্ন সেবা আমরা দিই। ইনকিউবেটরে রাখা, ফটো থেরাপি, অক্সিজেন সাপোর্টসহ সব ধরনের সাপোর্ট দেওয়া হয়।’

জেলা শহরের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে (ক্লিনিক) ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে আসা শিশুর মা ফারজানা বেগম বলেন, ‘আমার বাচ্চার বয়স ১১ মাস। ঠান্ডাজনিত রোগে বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। এখন অক্সিজেন চলছে।’

এই ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক সুমন্ত দাশ বলেন, ‘জ্বর, সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে নিউমোনিয়ার লক্ষণই বেশি। আমরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’

এদিকে ২৫০ শয্যা হাসপাতালে শিশুকে নিয়ে এসেছেন মা মিতা আক্তার। তিনি বলেন, ‘বাচ্চার শরীর ঠান্ডা হয়ে যায়, সর্দিতে নাক বন্ধ হয়ে যায়। চিকিৎসক দেখেছেন। তাঁর পরামর্শ অনুযায়ী এখন হাসপাতালের বিশেষ পরিচর্যাকেন্দ্রে ফটোথেরাপিসহ অন্য চিকিৎসা চলছে।’

সদ্য ভূমিষ্ঠ আরেক শিশুর বাবা আকুল মিয়া বলেন, চিকিৎসকের পরামর্শে আমার সন্তান বর্তমানে ইনকিউবেটরে রয়েছে।

শিশু বিশেষজ্ঞ বিশ্বজিৎ দেব জানান, শীতের সময় শিশুদের অধিক যত্ন নিতে হয়। কিন্তু আমাদের অধিকাংশ অভিভাবক তেমন সচেতন নন, ফলে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

শিশু বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল বাকি পরামর্শ দিয়ে বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে। নিয়মিত কাপড় পরিবর্তন ও গরম কাপড় পরাতে হবে। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে।

তিনি আরও বলেন, এই সময়ে তরল খাবারের পাশাপাশি শীতকালীন সবজি, আঁশজাতীয় খাবার ও ভিটামিন সি-জাতীয় খাবার খাওয়ানো উচিত। শিশুদের যেকোনো ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত