Ajker Patrika

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩ কারখানায় ছুটি ঘোষণা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৮
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক-পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ শ্রমিক ও পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিকের তিনটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকেরা জানান, গত শনিবার টঙ্গী বিসিকের টিভলি অ্যাপারেলস লিমিটেডের ফিনিশিং সেকশনের এক নারী শ্রমিককে লাঞ্ছিত করেন কারখানাটির পঞ্চম তলার উৎপাদন ব্যবস্থাপক লুৎফর রহমান। এ ঘটনায় ওই কর্মকর্তার বিচারের দাবিতে শ্রমিকেরা উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। পরদিন রোববার সকালে তাঁরা কারখানার কাজে যোগ দিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২টি দাবি জানান।

দাবি মেনে মা নেওয়ায় সোমবার শ্রমিকেরা উৎপাদনকাজে যোগ না দিয়ে বাসায় চলে যান। পর দিন মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে টিভলি অ্যাপারেলস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেন। শেষে বিসিক এলাকার অপর চারটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড শটগানের গুলি, ১০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন।

দুই পক্ষের সংঘর্ষে পুলিশের পাঁচজন ও অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিক্ষোভ এড়াতে সুমি অ্যাপারেলস লিমিটেড, আরবিএসআর ফ্যাশন লিমিটেড ও রেডিসন অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

টিভলি অ্যাপারেলস লিমিটেডের মালিক মোশারফ হোসেন বলেন, শ্রমিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঘটনার দিনই উৎপাদন ব্যবস্থাপককে অপসারণ করা হয়েছে। কিন্তু শ্রমিকেরা তা সত্ত্বেও কিছু অযৌক্তিক দাবি পেশ করেন, যা শ্রম আইনের পরিপন্থী।

টঙ্গী শিল্প-পুলিশের পরিদর্শক আবদুল জলিল বলেন, টিভলি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা পার্শ্ববর্তী চারটি কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, টিভলি অ্যাপারেলসের শ্রমিকেরা উত্তেজিত হয়ে অন্যান্য কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর চালান। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প-পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত