Ajker Patrika

প্রতিবাদ আর ক্ষোভে উত্তাল সারা দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮: ৫০
প্রতিবাদ আর ক্ষোভে উত্তাল সারা দেশ

কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ক্ষোভে উত্তাল সারা দেশ। সর্বত্র মিছিল সমাবেশ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীসহ দেশের জেলায় জেলায় এসব প্রতিবাদ কর্মসূচি পালন হয়।

গতকাল বিকেলে রাজধানীর পল্টন থেকে সম্প্রীতির মিছিলে অংশ নেয় ছাত্র ইউনিয়ন, নারী মৈত্রীসহ কয়েকটি রাজনৈতিক দল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে শেষ হয়।

নোয়াখালীর চৌমুহনীতে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করেন সাংসদ পঙ্কজ দেবনাথ। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ভয় দেখিয়ে আমাদের দেশছাড়া করা যাবে না। মন্দিরে হামলা করে, দেবালয় ধ্বংস করে আমাদের দেশ ছাড়তে বাধ্য করা যাবে না। আমরা এ দেশের মাটি ও মানুষকে ভালোবাসি।’

বাগেরহাটের মোংলায় ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ স্লোগানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদের মূল ফটকে অনুষ্ঠিত র‍্যালি ও সম্প্রীতির বন্ধনে উপস্থিত ছিলেন ইমাম, পুরোহিত, ধর্মযাজক, পুলিশ ও জনপ্রতিনিধিরা।

নওগাঁয় সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে। গতকাল সকালে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও মুড়াপাড়া ইউনিয়ন পূজা উদ্‌যাপন কমিটির যৌথ উদ্যোগে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে সমাবেশ মানববন্ধন ও শোভাযাত্রা বের করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রদায়িকতা প্রতিরোধে গতকাল ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সমাবেশের আগে শহরে একটি শান্তি শোভাযাত্রা করেন দলের নেতা-কর্মীরা। শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। নাটোরে যুগ যুগ ধরে সব সম্প্রদায়ের মধ্যে চলমান সম্প্রীতির বন্ধন অটুট থাকবে—এমন অঙ্গীকারে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মঙ্গলবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে। বগুড়ায় আওয়ামী লীগ ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা বলেছেন, অন্যের ধর্মের ওপর আঘাত করা ইসলামের শিক্ষা নয়। ধর্মীয় আবেগ-অনুভূতিকে পুঁজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সন্ত্রাসের অপচেষ্টাকে মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানিকগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন শান্তি শোভাযাত্রা বের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত