Ajker Patrika

পুরো দল নিয়ে তৈরি হচ্ছেন অজয়

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪: ৪৪
পুরো দল নিয়ে তৈরি হচ্ছেন অজয়

বলিউড তারকা অজয় দেবগন আবারও বড় পর্দায় আসছেন ২৯ এপ্রিল। সিনেমার নাম ‘রানওয়ে ৩৪’; সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন এই সুপারস্টার। সিনেমায় একজন পাইলটের চরিত্রে অভিনয় করেছেন অজয়।

এর আগে ওটিটিতে মুক্তি পেয়েছে অজয় দেবগনের ‘রুদ্র’ ওয়েব সিরিজ, যেখানে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অজয় দেবগন ক্যারিয়ারে সবচেয়ে বেশি অভিনয় করেছেন পুলিশ চরিত্রে। এর পাশাপাশি বেশি দেখা গেছে সরকারি অফিসারের চরিত্রে। স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। বলিউডের কোনো অভিনেতা এভাবে নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকেননি।

‘রানওয়ে ৩৪’ সিনেমার প্রমোশনে অজয় বলেন, ‘গঙ্গাজলের পুলিশ চরিত্রটা সিংহাম থেকে ভিন্ন। গঙ্গাজলের পুলিশ ভায়োলেন্স পছন্দ করে না। আর সিংহাম চায় সব অপরাধ একাই ধ্বংস করে দেবে। এভাবে একটার সঙ্গে আরেকটা চরিত্রে অনেক ভিন্নতা রয়েছে। মজার ব্যাপার হলো, আমি শতাধিক পুলিশের চরিত্র ফিরিয়ে দিয়েছি। তাছাড়া কিছু ব্যাপার তো থাকে, শাহরুখের চেয়ে যেমন রোমান্সে আমি কখনো ভালো করব বলে মনে হয় না, তেমনি বলিউডে পুলিশ চরিত্রে হয়তো আমি সেরা।’

‘রানওয়ে ৩৪’ সিনেমাটি নিয়ে অজয় বলেন, ‘মানুষমাত্রই ভুল করে, কিন্তু সেটা স্বীকার না করাটা অন্যায়। মাটি থেকে প্রায় ৩৫ হাজার ফুট ওপরের এক ঘটনা নিয়ে এই সিনেমা। সেখানে এমন একটা ঘটনা ঘটে, যা খুঁজে বের করাই এই কাহিনির মূল প্রেক্ষাপট।’

নতুন খবর হচ্ছে, আরও একটি সিনেমা পরিচালনা ও প্রযোজনার প্রস্তুতি নিচ্ছেন অজয়। যেটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলোর একটি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটির বাজেট হতে যাচ্ছে প্রায় ৪০০ কোটি রুপি। পৌরাণিক কাহিনিতে নির্মিতব্য এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে ২০২৩ সালের শেষের দিকে। প্রি-প্রোডাকশনের কাজই চলবে এক বছরের বেশি সময় ধরে। এই সময়ে অজয় দেবগন তাঁর হাতে জমে থাকা কাজগুলো শেষ করবেন। তারপর শুরু হবে শুটিং পর্ব। সেভাবেই পুরো দল নিয়ে তৈরি হচ্ছেন অজয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত