Ajker Patrika

নায়ক হতে পারছেন না অধিনায়কেরা

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০: ৪৩
নায়ক হতে পারছেন না অধিনায়কেরা

সুপার টুয়েলভ শেষে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর অপেক্ষা। শেষ দিকে চলে আসা বিশ্বকাপ অনেক নায়কেরই দেখা পেয়েছে। কিন্তু অধিনায়কেরা কেন যেন এবার খুব একটা ‘নায়ক’ হতে পারছেন না।

তারকা অধিনায়কেরা নিজেদের ছায়া হয়ে থেকেছেন। তবে তাঁদের দল জিতছে সতীর্থ খেলোয়াড়দের দুর্দান্ত সব পারফরম্যান্সে।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ব্যাটার হওয়ার দৌড়ে রিকি পন্টিং-নাসের হুসেনদের বাজিতে ছিলেন বাবর আজম। এখানো পর্যন্ত ৫ ইনিংসে ৬১.৯০ স্ট্রাইকরেটে মোটে ৩৯ রান এসেছে পাকিস্তান অধিনায়কের কাছ থেকে। তাঁর দলও খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠেছে সেমিফাইনালে। অথচ তাঁর সতীর্থ শাদাব খান ১৭৭ স্ট্রাইকরেটে ৫ ইনিংসে ৭৮ রান এবং ১০টি উইকেট শিকার করেছেন। কেন উইলিয়ামসনের দল অসাধারণ খেললেও কিউই অধিনায়কের ব্যাট হেসেছে সুপার টুয়েলভের শেষ দিকে এসে। ৪ ইনিংসে ১৩২ রান করা উইলিয়ামসন ফিফটির দেখা পেয়েছেন সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে।

‘হিটম্যান’ রোহিত শর্মার ‘হিট’ এখনো সেভাবে দেখা যায়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি ছাড়া আর ঝলমলে ইনিংস দেখা যায়নি তাঁর ব্যাট থেকে। তবে সতীর্থ বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব একেবারেই বুঝতে দিচ্ছেন না তাঁর সংগ্রাম। কে জানে বড় ম্যাচের জন্যই সব পারফরম্যান্স জমিয়ে রেখেছেন হিটম্যান!

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার কিছুটা ঝলক দেখিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ৪৭ বলে ৭৩ রানের ইনিংসটাই এখনো পর্যন্ত ইংলিশ অধিনায়কের টুর্নামেন্টে বড় প্রাপ্তি।  এবার সবচেয়ে সমালোচিত হচ্ছে অ্যারন ফিঞ্চের অধিনায়কত্ব। অস্ট্রেলিয়া সুপার টুয়েলভে না উঠতে পারায় অস্ট্রেলীয় সংবাদমাধ্যম রীতিমতো ধুয়ে দিচ্ছে তাদের নিয়মিত অধিনায়ক ফিঞ্চকে। অবশ্য চোটে পড়ায় তিনি খেলতেও পারেননি নিয়মিত।

টুর্নামেন্টজুড়ে নন-পারফর্মিং অধিনায়কের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা, ৫ ম্যাচে তাঁর মাত্র একটা ইনিংস ৩০ পেরিয়েছে। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ৭ ইনিংসে ৭৮ রান ও ১ উইকেট পেয়েছেন। আফগান অধিনায়ক মোহাম্মদ নবীও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি।

হতাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৫ ইনিংসে ৪৩ রান, আর ৮.৭৮ ইকোনমি রেটে ৬ উইকেট যে তাঁর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সাকিব সেটি স্বীকারও করে নিয়েছেন। বলেছেন, ‘পারফরম্যান্স বিবেচনায় টুর্নামেন্টটা তাঁর কাছে আদর্শ ছিল না।’ ভালো করতে পারেননি জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন, ৭ ম্যাচে করেছেন ১১২ রান।

ক্রিকেট যেহেতু ‘ক্যাপ্টেনস গেম’, অধিনায়কের পারফরম্যান্সের সঙ্গে দলের পারফরম্যান্স অনেকটাই জড়িয়ে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পরতে পরতে রোমাঞ্চ থাকলেও এখনো পর্যন্ত বেশির ভাগ দলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ কেন যেন দেখা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত