Ajker Patrika

‘চুপ’ করছেন সালমান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪০
‘চুপ’ করছেন সালমান

সমালোচনা করতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে সিনেমার। হল থেকে বেরিয়ে আসার পর সিনেমার ভালো-মন্দ ব্যাখ্যা করতে শুরু করেন অনেক দর্শক। কেউ পেশাগতভাবে এই কাজ করেন, কেউ ব্যক্তিগত উৎসাহে। তবে এবার থেকে মতামত জানানোর আগে দুইবার ভাববেন। কারণ ‘চুপ!’। সানি দেওল ও দুলকার সালমানের নতুন সিনেমা। ট্রেলারে যতটুকু আঁচ পাওয়া যায়, সিনেমার সমালোচকদের খুন করে এমন এক সিরিয়াল কিলারকে নিয়ে তৈরি হচ্ছে ‘চুপ’।

আর বাল্কির পরিচালনায় নতুন এই সিনেমায় অভিনয় করেছেন সানি দেওল। প্রায় চার বছর পর ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন দুলকার সালমান। দক্ষিণী এই তারকাও বছর চারেক পরেই বলিউড সিনেমায় ফিরলেন। এ ছাড়া সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পূজা ভাট ও শ্রেয়া ধন্বন্তরি। দুলকার বলেন, ‘এই ধরনের সিনেমায় আমি এর আগে অভিনয় করিনি। বাল্কি স্যারও এমন সিনেমা নির্মাণ করেননি। আমি গল্পটা এক বসায় শুনেছি। এরপর আর কিছু ভাবিনি। সম্মতি জানিয়ে শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেছি।’

এই সিনেমার একটি দৃশ্যও রিমেক নয়। ফ্রেশ গল্প, ফ্রেশ মেকিং স্টাইল। এটা তারকানির্ভর সিনেমা নয়, বরং গল্পনির্ভর সিনেমা। তবে, সিনেমা মুক্তির আগে গল্প নিয়ে কেউ মুখ খুলছেন না পলিসিগত কারণে। ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে এক সিরিয়াল কিলারকে খুঁজতে মরিয়া সানি দেওল। অদ্ভুত এই খুনি। সিনেমার সমালোচকদের খুঁজে খুঁজে খুন করে। আবার তাদের মাথায় স্টার এঁকে নম্বরও দেয়।

এই খুনি কি দুলকার সালমান না অন্য কেউ? তা জানা যাবে ২৩ সেপ্টেম্বর। সেদিনই হলে মুক্তি পাবে সিনেমাটি। এ সিনেমার একটি চমক এর মিউজিক। বাল্কির এই নতুন সিনেমায় সুর সাজিয়েছেন বলিউডের শাহেনশা। ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচালকের সঙ্গে বন্ধুত্ব অমিতাভ বচ্চনের। সেই সুবাদেই এ দায়িত্ব নিয়েছেন বিগ বি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত