Ajker Patrika

উপনির্বাচনে বিজয়ী ছাবিনা

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২০: ২৪
উপনির্বাচনে বিজয়ী ছাবিনা

বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ছাবিনা ইয়াছমিন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। তাঁর বিজয়কে এই ওয়ার্ডের সর্ব স্তরের জনগণের বিজয় বলেছেন ছাবিনা।

এই উপনির্বাচনে আনারস প্রতীক নিয়ে ছাবিনা ইয়াছমিন বিজয়ী হয়েছেন। তিন কেন্দ্রের ঘোষিত ফলাফলে তাঁর প্রাপ্ত ভোট ১১৩৩ টি। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নাজমুন নাহার নিপা অটোরিকশা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৫৫ টি। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ৩৭৮।

বেসরকারিভাবে কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল—৭ নম্বর ওয়ার্ডের খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ২৪৯ ও অটোরিকশা ১৯০। ৮ নম্বর ওয়ার্ডের নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৫১৭ ও অটোরিকশা ৩৫০। ৯ নম্বর ওয়ার্ডের নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৩৬৭ এবং অটোরিকশা ২১৫ ভোট।

উপনির্বাচনের ভোটের ফলাফল নিয়ে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, ‘দুটি কেন্দ্র থেকে ফলাফল পাওয়া গেছে। এ দুই কেন্দ্রে আনারস প্রতীক ৮৮৪ এবং অটোরিকশা প্রতীক পেয়েছে ৫৬৫ ভোট। তিন কেন্দ্রের ফলাফল হাতের আসলে বেসরকারিভাবে ফলাফল জানিয়ে দেব।’

এ দিকে উপনির্বাচনের তিন কেন্দ্র পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূর এবং পৌর মেয়র আব্দুস শুকুর। কেন্দ্রগুলোর সুষ্ঠু ভোট ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন।

নব নির্বাচিত কাউন্সিলর ছাবিনা ইয়াছমিন বলেন, ‘আমার এ বিজয় সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের। এই নির্বাচনে ফলাফল আমি এ ওয়ার্ডের সব বাসিন্দাকে উৎসর্গ করছি। যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে তাঁদের সেবক হিসেবে বেছে নিয়েছেন এটি আমার জীবনের সব থেকে বড় পাওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত