Ajker Patrika

মেজাজেও পড়ে রঙের প্রভাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩৯
মেজাজেও পড়ে রঙের প্রভাব

মন ফুরফুরে রাখতে কাপড়ের রং বিশাল ভূমিকা রাখে। তবে সবার ওপর সব রঙের প্রভাব এক রকম নয়। কোন রঙের পোশাক কেমন অনুভূতি দেবে তা আগে থেকে বলা কঠিন। কারণ ব্যক্তিভেদে অনুভূতি ও অভিজ্ঞতা ভিন্ন হয়।

লাল রংকে শক্তিশালী ও আকর্ষণীয় হিসেবে দেখা হয়। এই রং প্রাণীদের মধ্যে আগ্রাসীভাব ও কর্তৃত্বের মনোভাব তৈরি করে।

অনেক গবেষণায় দেখা গেছে, লালের প্রভাবে আমাদের আত্মবিশ্বাস বাড়ে। তাই প্রেজেন্টেশন বা কারও সঙ্গে প্রথমবারের মতো অভিসারে যাওয়ার সময় লাল রঙের পোশাক পরার সুবিধা আছে। নিজেকে শক্তিশালী ও ক্ষমতাধর মনে করতে অনেকে লাল, কালো ও গাঢ় বেগুনি রং বেছে নেন।

অনেকে আবার কোথাও বেড়াতে যাওয়ার সময় কমলা, হলুদ, ধূসর ও উজ্জ্বল সবুজ রঙের পোশাক পরেও মন ফুরফুরে রাখেন।

রং সম্পর্কে আমাদের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয় ঐতিহ্য ও অভিজ্ঞতা। যেমন বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে কালো রঙের পোশাক পরায় অনেকের আপত্তি থাকে। এটা ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। আবার হাসপাতালে দীর্ঘদিন থাকার পর চিকিৎসক বা নার্সদের ইউনিফর্মের রং দেখলেই মনে ভয় ও উদ্বেগ জন্মাতে পারে।

দৃষ্টিভঙ্গি ও পছন্দের ভিত্তিতেও আমরা রং নির্বাচন করে থাকি। যেমন কোনো রং বেশি পছন্দ হলে সেটাই আমার ঘুরেফিরে বেশি পরে থাকি।

আপনি কোন রঙের পোশাকে কেমন অনুভব করেন তা পর্যবেক্ষণ করতে হবে।

তাই একেক সময় একেক রং বেছে নিন। প্রতিটি রঙের পোশাক গায়ে চাপিয়ে দেখুন। এতে নিজেই বুঝতে পারবেন আপনার মনের সঙ্গে কোন রঙের কী সম্পর্ক।

সূত্র: রিয়েল সিম্পল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত