Ajker Patrika

দাঁড়িয়াবান্দায় পুরস্কার অবিবাহিতদের ঘরে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০: ২৯
দাঁড়িয়াবান্দায় পুরস্কার অবিবাহিতদের ঘরে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘দাঁড়িয়াবান্দা’ খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরচাড়ালবন্দ খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবসমাজ এ খেলার আয়োজন করে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মির্জাপুর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন।

খেলার উদ্বোধন ঘোষণা করেন মির্জাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. রুবেল মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন চরফরাদী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা তামিম, মির্জাপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আবদুল লতিফ ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বিবাহিত বনাম অবিবাহিত যুবকদের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনাপূর্ণ এ খেলায় বিবাহিতদের হারিয়ে বিজয়ী হন অবিবাহিতরা। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় করেন শিশুসহ শত শত উৎসুক দর্শক। তবে খেলায় অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেন আয়োজকেরা।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাদ্দাম হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত