Ajker Patrika

পৌরসভা নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৫: ১১
পৌরসভা নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় নির্বাচনে ১০ জন মেয়র প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন সাতজন। তাঁদের মধ্যে দুজন দলীয় এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (১৪৯৯ ভোট), কম্পিউটার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহবাব হোসেন সাজু (১৪৬৩ ভোট), হ্যাঙ্গার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ আজাদ (১১৬৪ ভোট), হেলমেট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু (৬৭১ ভোট), নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অজি উদ্দিন (২১৫ ভোট), জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সুনাম উদ্দিন (১৩৮ ভোট) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী কাস্তে প্রতীকের আবুল কাশেম (১৭৩ ভোট)। 
নির্বাচনে হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পেছনে ফেলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতীকের জিএস ফারুকুল হক। প্রাপ্ত ফলাফল অনুসারে ১০টি কেন্দ্রে সর্বোচ্চ ৪১০০ ভোট পেয়ে শীর্ষে অবস্থানে করছেন স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতীকের জি এস ফারুকুল হক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর পেয়েছেন ২৩১৮ ভোট। এরপরেই তৃতীয় অবস্থানে ছিলেন সদ্য বিদায়ী মেয়র এবং আওয়ামী লীগের প্রার্থী ও নৌকা প্রতীকের মো. আব্দুস শুকুর। তিনি পেয়েছেন ২২৭০ ভোট। বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, বিয়ানীবাজার পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৭৯০ জন। এর মধ্যে গত বুধবার নির্বাচনের দিন ইভিএমে ভোট দিয়েছেন ১৪ হাজার ৩৬ জন ভোটার। মোট কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের এক ভাগ (প্রায় ১ হাজার ৭৫৪ দশমিক ৫০ শতাংশ ভোট) না পাওয়ায় ওই সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত