Ajker Patrika

মিথ্যা অভিযোগের বিচার চান মাসুম বাশার

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯: ৫১
মিথ্যা অভিযোগের বিচার চান মাসুম বাশার

সম্প্রতি উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা মাসুম বাশার। এ বিষয়ে তিনি শিল্পী সংঘে অভিযোগ জানিয়ে বিচার চেয়েছেন।

গত শুক্রবার উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের সেটে অভিনেতা, নির্মাতাসহ প্রোডাকশন বয়ের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে জানা যায়। নির্মাতার সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে শুটিং হাউসে পুলিশ ডাকেন অভিনেত্রী। এ নিয়ে মাসুম বাশারের সঙ্গে কথা-কাটাকাটি হলে আবারও পুলিশে খবর দেন চমক। অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকেই তাঁকে ‘মেরে ফেলা’র হুমকি দিয়েছেন। পরে অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি শুটিং স্পটে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

সেদিনের ঘটনায় পরিচালক আদিব ও সহশিল্পী আরশ খানকে দুষছেন চমক। চমক বলেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। আরশ একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। আমি রাজি না হওয়ায় দূরত্ব বাড়ে। সেই ক্ষোভ থেকে আরশ এটা ছড়াচ্ছে।’
চমকের এমন অভিযোগ হাস্যকর ও বানোয়াট বলে জানান আরশ খান।

অভিনয়শিল্পী, নির্মাতা ও কুশীলবদের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। অভিনেত্রী চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘসহ একাধিক সংগঠনে অভিযোগ জানিয়েছেন নির্মাতা আদিব হাসান, অভিনেতা মাসুম বাশার, আরশ খান ও প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। অন্যদিকে নিজের অবস্থান পরিষ্কার করতে অভিনেত্রী চমকও পাল্টা অভিযোগ জানিয়েছেন সংগঠনগুলোতে।

আরশ খানচমকের বিরুদ্ধে লিখিত অভিযোগে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন জানিয়েছে, সেটে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে চমকের বাজে ব্যবহারের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রোডাকশনের লোকেরা।

এদিকে এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান অভিনেতা মাসুম বাশার। সেদিনের ঘটনা নিয়ে অভিনয়শিল্পী সংঘে চমকের বিরুদ্ধে দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘চমক পুলিশের সামনে চিৎকার করে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছিল। সেখানে তো পুলিশ আসার কথা না। আমি এই মিথ্যা অভিযোগের বিচার চাই।’

এ বিষয়ে মাসুম বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শুটিং সেটে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এগুলো গ্রহণযোগ্য নয়। আমার জীবনেও এমনটা দেখিনি। আমি নাকি তাঁকে মারতে যাচ্ছিলাম। চমক যতগুলো কথা বলেছেন, সবই মিথ্যা।’

মাসুম বাশার আরও বলেন, ‘আমি ঢাকা থিয়েটার থেকে শিক্ষা পেয়েছি, নাটকের সঙ্গে জড়িত হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হয়। এই দুরবস্থার জন্য আমরাই দায়ী। আমরা অশিল্পীকে তারকা বানানোর জন্য উঠেপড়ে লেগে যাই। শিল্পের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা ও শিল্পবোধটা সবার মধ্যে থাকতে হবে। না হলে শিল্প আর শিল্প থাকবে না।’

নাজনীন হাসান চুমকি বলেছেন, ‘সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অনেকেই অভিনয়শিল্পীসহ কয়েকটি সংগঠনে লিখিত অভিযোগ দিয়েছেন। এটা যেহেতু আন্তসংগঠনীয় ব্যাপার, তাই সব সংগঠন মিলেই এর সমাধান করা হবে। ১৩ আগস্ট সবাই আলোচনায় বসার জন্য প্রাথমিকভাবে সময় নির্ধারণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত