Ajker Patrika

নৌকার প্রার্থীকে জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ৪৫
নৌকার প্রার্থীকে জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আহমদ মুছাকে জরিমানা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার কুর্শি ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আহমদ মুছা মনোনয়ন পাওয়ার পরপর চিকিৎসার জন্য চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যে যান। গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরে এলাকায় আসেন।

পরে আলী আহমদ মুছা তাঁর সমর্থক ও অনুসারীদের নিয়ে বিশাল শো-ডাউন করেন। বিষয়টি জানতে পেরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী আহমদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উত্তম কুমার দাশ জানান, আচরণবিধি লঙ্ঘন করে মহড়া দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আলী আহমদকে জরিমানা করা হয়েছে। নির্বাচন চলাকালে আচরণবিধি সঠিকভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত