Ajker Patrika

নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনায় মামলা

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩৪
নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনায় মামলা

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে ভোটকেন্দ্রে গুলিতে নিহতের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। নিহত জেলে আবুল কালামের (৫৫) মেয়ের জামাই আজিজুল বশর বাদী হয়ে গত বুধবার রাতে মামলাটি করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নির্বাচনের দিন ২০ সেপ্টেম্বর সকালে কুতুবজোম দাখিল মাদ্রাসা কেন্দ্রে গুলিতে নিহত হন আবুল কালাম। তিনি পশ্চিমপাড়ার মৃত ছোট মিয়ার পুত্র। এ ঘটনার তিন দিন পর মামলা রুজু হলো।

মামলার এজাহারে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফরিদুল ইসলাম প্রকাশ চশমা ফরিদকে প্রধান আসামি করা হয়েছে।

মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দেওয়া এজাহার মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। যারা ভোটের দিন অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, তারা দ্রুত আইনের আওতায় আসবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনার তিন দিন পার হয়ে গেলেও কুতুবজোম পশ্চিমপাড়া ও আশপাশে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত