সম্পাদকীয়
সুরের জগতে এক কিংবদন্তির নাম আলাউদ্দিন আলী। একই সঙ্গে তিনি গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ছিলেন। পুরো সত্তরের দশক তিনি মাতিয়ে রেখেছিলেন তাঁর সম্মোহনী সুরের মায়াজালে। অসংখ্য কালজয়ী গানের সংগীত পরিচালক তিনি। ‘একবার যদি কেউ ভালোবাস তো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘যেটুকু সময় তুমি থাকো কাছে’, ‘এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’—তাঁরই সংগীত পরিচালনায় এই গানগুলো শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে আজও।
১৯৫২ সালের ২৪ ডিসেম্বর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে তাঁর জন্ম। পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। বাবা ওস্তাদ জাদব আলীও ছিলেন গানের মানুষ। তিনি চাকরি করতেন বাংলাদেশ বেতারে। শৈশব থেকে সংগীতজগতের সঙ্গে তাঁর যোগাযোগ ঘটে পরিবারে সংগীতচর্চার কারণে। ছোটবেলায় ‘অল পাকিস্তান চিলড্রেনস’ প্রতিযোগিতায় বেহালা বাজানোর জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
ক্যারিয়ার শুরু করেছিলেন বেহালাবাদক হিসেবে। ষাটের দশকেই প্রথম চলচ্চিত্রে বেহালাবাদক হিসেবে কাজ শুরু করেন। তাঁর বেহালার সুরে মুগ্ধ হতেন অনেকেই। তবে শেষ পর্যন্ত সংগীতই হয়ে ওঠে তাঁর ধ্যান-জ্ঞান।
সংগীত পরিচালনায় সত্তরের দশক থেকে পরিচিত নাম হয়ে ওঠে আলাউদ্দিন আলী। ১৯৭৫ সালে প্রথম সংগীত পরিচালনা করেন ‘সন্ধিক্ষণ’ চলচ্চিত্রে। এরপর ১৯৭৭ সালে ‘গোলাপি এখন ট্রেনে’ আর ‘ফকির মজনু শাহ’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন তিনি।
চলচ্চিত্র, বেতার, টেলিভিশন মিলে প্রায় পাঁচ হাজার গান তৈরি করেছেন আলাউদ্দিন আলী। মোট আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘একতারা মাল্টিমিডিয়া প্রোডাকশন’ নামে তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
এই সংগীত জগতের কিংবদন্তি মানুষটি দেহত্যাগ করলেও শ্রোতাদের মনে ঠিকই বেঁচে আছেন, থাকবেন তাঁর সুর করা গানের মাধ্যমে।
সুরের জগতে এক কিংবদন্তির নাম আলাউদ্দিন আলী। একই সঙ্গে তিনি গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ছিলেন। পুরো সত্তরের দশক তিনি মাতিয়ে রেখেছিলেন তাঁর সম্মোহনী সুরের মায়াজালে। অসংখ্য কালজয়ী গানের সংগীত পরিচালক তিনি। ‘একবার যদি কেউ ভালোবাস তো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘যেটুকু সময় তুমি থাকো কাছে’, ‘এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’—তাঁরই সংগীত পরিচালনায় এই গানগুলো শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে আজও।
১৯৫২ সালের ২৪ ডিসেম্বর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে তাঁর জন্ম। পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। বাবা ওস্তাদ জাদব আলীও ছিলেন গানের মানুষ। তিনি চাকরি করতেন বাংলাদেশ বেতারে। শৈশব থেকে সংগীতজগতের সঙ্গে তাঁর যোগাযোগ ঘটে পরিবারে সংগীতচর্চার কারণে। ছোটবেলায় ‘অল পাকিস্তান চিলড্রেনস’ প্রতিযোগিতায় বেহালা বাজানোর জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
ক্যারিয়ার শুরু করেছিলেন বেহালাবাদক হিসেবে। ষাটের দশকেই প্রথম চলচ্চিত্রে বেহালাবাদক হিসেবে কাজ শুরু করেন। তাঁর বেহালার সুরে মুগ্ধ হতেন অনেকেই। তবে শেষ পর্যন্ত সংগীতই হয়ে ওঠে তাঁর ধ্যান-জ্ঞান।
সংগীত পরিচালনায় সত্তরের দশক থেকে পরিচিত নাম হয়ে ওঠে আলাউদ্দিন আলী। ১৯৭৫ সালে প্রথম সংগীত পরিচালনা করেন ‘সন্ধিক্ষণ’ চলচ্চিত্রে। এরপর ১৯৭৭ সালে ‘গোলাপি এখন ট্রেনে’ আর ‘ফকির মজনু শাহ’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন তিনি।
চলচ্চিত্র, বেতার, টেলিভিশন মিলে প্রায় পাঁচ হাজার গান তৈরি করেছেন আলাউদ্দিন আলী। মোট আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘একতারা মাল্টিমিডিয়া প্রোডাকশন’ নামে তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
এই সংগীত জগতের কিংবদন্তি মানুষটি দেহত্যাগ করলেও শ্রোতাদের মনে ঠিকই বেঁচে আছেন, থাকবেন তাঁর সুর করা গানের মাধ্যমে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫