Ajker Patrika

খোলা আকাশের নিচে পাঠদান

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১: ৩৮
খোলা আকাশের নিচে পাঠদান

শ্রেণিকক্ষ-সংকটের কারণে প্রচণ্ড গরমেও খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের আব্দুল কাদের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের। নয়টি শ্রেণিকক্ষের জায়গায় বিদ্যালয়ে রয়েছে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ। এ জন্য ক্লাস নিতে হয় খোলা আকাশের নিচে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আব্দুল কাদের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে। পাশে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক। প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।

নবম শ্রেণির শিক্ষার্থী জেরিন বলে, ‘গ্রুপ ক্লাস করতে প্রতিদিন আমাদের খোলা আকাশের নিচে বসতে হয়। অনেক গরম থাকলে একটু ছায়াতলে বসিয়ে শিক্ষকেরা ক্লাস নেন।’

দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন বলে, ‘প্রচণ্ড গরমে আমাদের খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে হয়। এ জন্য দ্রুত সময়ের মধ্যে আমার বিদ্যালয়ে একটি নতুন ভবন দাবি করছি সরকারের কাছে।’

বিদ্যালয়ের শিক্ষক মারজিয়া খাতুন বলেন, খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া একদিকে যেমন কষ্টের, অপরদিকে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ হারায়। বাইরের হইচই শব্দের কারণে সঠিকভাবে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব নয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ে মোট নয়টি শ্রেণিকক্ষ প্রয়োজন। আছে মাত্র পাঁচটি কক্ষ। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ৮২৯ জন। সেই তুলনায় শ্রেণিকক্ষ অনেক কম। এ জন্য বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হয়।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. ইউসুফ আলী প্রধান বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে ভবনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। একটি ভবন পেলে শিক্ষার্থীদের আর খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে হবে না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের বিষয়ে বিবেচনা করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত সমস্যা সমাধান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত