Ajker Patrika

লঞ্চ স্টাফকে ঘুষি মেরে কান ফাটাল টার্মিনাল ইন্সপেক্টর

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৯: ৪২
লঞ্চ স্টাফকে ঘুষি মেরে কান ফাটাল টার্মিনাল ইন্সপেক্টর

অবৈধভাবে দাবি করা টাকা না দেওয়ায় লঞ্চের এক স্টাফকে ঘুষি মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টার্মিনাল ইন্সপেক্টর (টিআই) আক্তার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানোর অজুহাত দেখিয়ে লঞ্চের স্টাফ সেলিম শেখের কাছে ৫শ টাকা দাবি করেন টিআই আক্তার হোসেন। কিন্তু সেলিম শেখ একশ টাকা দিতে রাজি হন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিআই আক্তার হোসেন ঘুষি দিয়ে সেলিম শেখকে রক্তাক্ত করেন। এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বাংলাবাজার-শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেন। বিষয়টি জানতে পেরে লঞ্চ মালিক সমিতি বিচারের আশ্বাস দেন। ফলে দেড় ঘণ্টা পর সাড়ে ১০টায় লঞ্চ চলাচল শুরু হয়।

এ ব্যাপারে সেলিম শেখ বলেন, ‘প্রত্যেকটি লঞ্চের ট্রিপপ্রতি টিআই একশ টাকা করে নেন। কিছুদিন ধরে তিনি লঞ্চগুলো থেকে আরও বেশি টাকা নিচ্ছেন। সকালে আমাদের লঞ্চে বেশি যাত্রী দেওয়া হয়েছে দাবি করে ৫শ টাকা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় তিনি আমার কানে ঘুষি মারেন। এতে কান ফেটে রক্ত বের হয়। বিষয়টি জানতে পেরে অন্য স্টাফরা মিলে লঞ্চ চলাচল বন্ধ কর দেন ও আমাকে পাচ্চর হাসপাতালে নিয়ে যান। আমি এ ঘটনার বিচার চাই।’

এ ব্যাপারে টিআই আক্তার হোসেন বলেন, ‘ঘাটে কোনো ঝামেলা হয় নাই। লঞ্চ স্টাফরা কিছু সময় লঞ্চ বন্ধ রেখেছিলেন। পরে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আমি সরকারি লোক, কেন তাঁদের কাছে টাকা দাবি করব। বিষয়টি আমি জানি না। সকাল থেকেই আমি দায়িত্ব পালন করছি।’

এদিকে বিআইডব্লিউটিএ’র (ট্রাফিক) পরিচালক রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি আমি জেনেছি। তদন্তে দ্রুত কমিটি করা হবে। যদি টিআই দোষী হন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত