সম্পাদকীয়
১৮৬৭ সালের ২৮ অক্টোবর উত্তর আয়ারল্যান্ডে মেরি ইসাবেল নোবেল ও স্যামুয়েল রিচমন্ড নোবেলের ঘর আলো করে জন্ম নেন মার্গারেট এলিজাবেথ নোবেল। ছোটবেলায়ই পিতার কাছে মার্গারেট এলিজাবেথ এই শিক্ষা পান যে, মানবসেবাই ঈশ্বরসেবা। পিতার কথা তাঁর জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল।
১৮৯৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে লন্ডনে এক পারিবারিক আসরে মার্গারেট স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শনের ব্যাখ্যা শোনেন। বিবেকানন্দের ধর্মব্যাখ্যা ও ব্যক্তিত্বে মুগ্ধ ও অভিভূত হয়ে তাঁকেই নিজের গুরু বলে বরণ করে নেন মার্গারেট।
১৮৯৮ খ্রিষ্টাব্দের ২৮ জানুয়ারি স্বদেশ ও পরিবার-পরিজন ত্যাগ করে মার্গারেট চলে আসেন ভারতে। ভারতে আসার কয়েক দিন পর ২৫ মার্চ স্বামী বিবেকানন্দ তাঁকে ব্রহ্মাচর্য ব্রতে দীক্ষা দেন।
মার্গারেটের নতুন নাম হয় ‘নিবেদিতা’। তিনিই প্রথম পাশ্চাত্য নারী, যিনি ভারতীয় সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেছিলেন। পরে ‘ভগিনী নিবেদিতা’ নামেই তিনি পরিচিতি অর্জন করেছেন।
১৮৯৮ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে তিনি কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। শিক্ষকতার পাশাপাশি ভগিনী নিবেদিতা নানা মানবকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু ও তাঁর স্ত্রী অবলা বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, ওকাকুরা কাকুজো প্রমুখ তৎকালীন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন নিবেদিতার বন্ধুস্থানীয়। রবীন্দ্রনাথ তাঁকে ‘লোকমাতা’ আখ্যা দেন।
জীবনের শেষ পর্বে নিবেদিতা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। অরবিন্দের সঙ্গে তার সখ্য স্থাপিত হয়।
তিনি ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমাজতত্ত্ব, শিল্প ইত্যাদি বিষয়ে প্রবন্ধ লিখেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো—কালী দ্য মাদার, ওয়েব অব ইন্ডিয়ান লাইফ, ক্রেডল টেলস অব হিন্দুইজম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম ইত্যাদি।
১৯১১ সালের ১৩ অক্টোবর মাত্র ৪৪ বছর বয়সে তিনি দার্জিলিংয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই পৃথিবীতে তিনি কিছু নিতে নয়, দিতে এসেছিলেন—সেবা। সংক্ষিপ্ত জীবনে শুধু নিবেদন করেই তৃপ্ত থেকেছেন ভগিনী নিবেদিতা।
১৮৬৭ সালের ২৮ অক্টোবর উত্তর আয়ারল্যান্ডে মেরি ইসাবেল নোবেল ও স্যামুয়েল রিচমন্ড নোবেলের ঘর আলো করে জন্ম নেন মার্গারেট এলিজাবেথ নোবেল। ছোটবেলায়ই পিতার কাছে মার্গারেট এলিজাবেথ এই শিক্ষা পান যে, মানবসেবাই ঈশ্বরসেবা। পিতার কথা তাঁর জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল।
১৮৯৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে লন্ডনে এক পারিবারিক আসরে মার্গারেট স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শনের ব্যাখ্যা শোনেন। বিবেকানন্দের ধর্মব্যাখ্যা ও ব্যক্তিত্বে মুগ্ধ ও অভিভূত হয়ে তাঁকেই নিজের গুরু বলে বরণ করে নেন মার্গারেট।
১৮৯৮ খ্রিষ্টাব্দের ২৮ জানুয়ারি স্বদেশ ও পরিবার-পরিজন ত্যাগ করে মার্গারেট চলে আসেন ভারতে। ভারতে আসার কয়েক দিন পর ২৫ মার্চ স্বামী বিবেকানন্দ তাঁকে ব্রহ্মাচর্য ব্রতে দীক্ষা দেন।
মার্গারেটের নতুন নাম হয় ‘নিবেদিতা’। তিনিই প্রথম পাশ্চাত্য নারী, যিনি ভারতীয় সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেছিলেন। পরে ‘ভগিনী নিবেদিতা’ নামেই তিনি পরিচিতি অর্জন করেছেন।
১৮৯৮ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে তিনি কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। শিক্ষকতার পাশাপাশি ভগিনী নিবেদিতা নানা মানবকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু ও তাঁর স্ত্রী অবলা বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, ওকাকুরা কাকুজো প্রমুখ তৎকালীন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন নিবেদিতার বন্ধুস্থানীয়। রবীন্দ্রনাথ তাঁকে ‘লোকমাতা’ আখ্যা দেন।
জীবনের শেষ পর্বে নিবেদিতা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। অরবিন্দের সঙ্গে তার সখ্য স্থাপিত হয়।
তিনি ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমাজতত্ত্ব, শিল্প ইত্যাদি বিষয়ে প্রবন্ধ লিখেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো—কালী দ্য মাদার, ওয়েব অব ইন্ডিয়ান লাইফ, ক্রেডল টেলস অব হিন্দুইজম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম ইত্যাদি।
১৯১১ সালের ১৩ অক্টোবর মাত্র ৪৪ বছর বয়সে তিনি দার্জিলিংয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই পৃথিবীতে তিনি কিছু নিতে নয়, দিতে এসেছিলেন—সেবা। সংক্ষিপ্ত জীবনে শুধু নিবেদন করেই তৃপ্ত থেকেছেন ভগিনী নিবেদিতা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪