Ajker Patrika

বিদ্রোহী হয়ে আ.লীগের ২৭ নেতা-কর্মী সাময়িক বহিষ্কৃত

হবিগঞ্জ ও নবীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৯: ৫৭
বিদ্রোহী হয়ে আ.লীগের ২৭ নেতা-কর্মী সাময়িক বহিষ্কৃত

হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক ফজলুল হক সেলিমসহ ২৭ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের দুটি বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আজমিরীগঞ্জ, নবীগঞ্জ এবং সদর উপজেলার ২৬টি ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৫ আওয়ামী লীগ নেতা-কর্মী। এ ছাড়া প্রার্থী না হলেও নৌকার বিপক্ষে কাজ করছেন কয়েকজন নেতা-কর্মী। তাই দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁদের আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে স্থানীয়ভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়।

বহিষ্কার হলেন যাঁরা

হবিগঞ্জ সদর: হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য মীর জালাল, আওয়ামী লীগ নেতা কয়ছর আহমেদ শামীম, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. সেবলু মিয়া, আওয়ামী লীগ নেতা মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবুল কালাম বাবুল, রাজিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক মো. তাজ উদ্দিন, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান মো. তাজ উদ্দিন।

নবীগঞ্জ: উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানা, উপজেলা যুবলীগ আহ্বায়ক ফজলুল হক সেলিম, পূর্ব ভাকৈ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মেহের আলী মহালদার, যুবলীগ সহসভাপতি খালেদ মোশাররফ, আওয়ামী লীগ নেতা জায়েদ উদ্দিন জায়েদুল, যুবলীগ নেতা মো. নোমান হোসেন, উপজেলা কৃষক লীগ নেতা মো. আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী নিজাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য জাবেদুল আলম চৌধুরী সাজু, আওয়ামী লীগ নেতা জুনেদ হুসেন চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম আহমেদ ও উপজেলা যুবলীগ সদস্য আব্দুল হামিদ নিক্সন।

আজমিরীগঞ্জ: উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. আশরাফ উদ্দিন ও আলী আমজাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার, প্রচার সম্পাদক মো. স্বাধীন মিয়া ও জলসুখা ইউনিয়ন যুবলীগ সধারণ সম্পাদক মো. ফয়েজ মিয়া।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নবীগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য জাবেদুল আলম চৌধুরী সাজু। তার পক্ষে কাজ করছেন সাইফুল জাহান চৌধুরী। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জবাব দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত