Ajker Patrika

গাড়িচালক নিহত প্রতিবাদে ভাঙচুর

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০: ৩৮
গাড়িচালক নিহত প্রতিবাদে ভাঙচুর

খাগড়াছড়িতে বাসচাপায় চান্দের গাড়িচালক (জিপ) আইয়ুর আলী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকেরা শান্তি বাস কাউন্টারসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন। এতে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়।

জানা গেছে, গতকাল বুধবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও শ্রমিকবাহী একটি চান্দের গাড়ির চালকের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা মারামারি করেন। পরে বাসচালক দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে বাস চাপায় চাঁদের গাড়ির চালক আইয়ুব আলী (২৪) ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা খাগড়াছড়ি শহরের শান্তি বাস কাউন্টারসহ কয়েকটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ। তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

এদিকে এ ঘটনার পর জেলা প্রশাসক প্রতাপ চন্দ বিশ্বাস ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তাঁরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত