Ajker Patrika

পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ, বাড়ছে অপরাধ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ, বাড়ছে অপরাধ

করোনাভাইরাস ও পুলিশ সদস্য কম থাকায় দীর্ঘ ১০ মাস ধরে কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় অঞ্চল ‘বদরখালী পুলিশ ফাঁড়ির’ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ। এ কারণে চকরিয়ার উপকূলীয় তিনটি ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, ১৯৯৪ সালে বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির কয়েকটি কক্ষ নিয়ে অস্থায়ী বদরখালী পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। ২০১৪-১৫ সালে সমিতির স্থায়ী কার্যালয়ের ভবনের নির্মাণকাজ শুরু হলে ফাঁড়ির কার্যক্রম বদরখালী বাজারের অদূরে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে স্থানান্তর করা হয়।

করোনার মধ্যে ২০২১ সালের শুরুতে অস্থায়ী পুলিশ ফাঁড়ির কার্যালয়ে তালা লাগিয়ে কার্যক্রম বন্ধ করা হয়। একজন উপপরিদর্শক ও একজন সহকারী উপপরিদর্শকসহ পুলিশ সদস্যদের নিয়ে অস্থায়ী ফাঁড়িটি পরিচালিত হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপকূলীয় বদরখালী, পশ্চিম বড়ভেওলা ও ঢেমুশিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ফাঁড়ির সদস্যরা কাজ করতেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তর সমবায় সমিতি ‘বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি’ নিয়ে এলাকাটি চকরিয়ার সবচেয়ে বড় স্টেশন। এ ছাড়া বদরখালী বাজারে আরও দুটি উপজেলার সংযোগস্থল।

নৌপথ পারাপারের মাধ্যম হিসেবে প্রতিদিন অর্ধ লক্ষাধিক মানুষ বদরখালীর ফেরিঘাট ব্যবহার করে।

দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে যাতায়াতের মূল স্থল ও নৌপথ বদরখালী। এই পুলিশ ফাঁড়ি বন্ধ থাকায় প্রতিদিন রাতের আঁধারে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এ নিয়ে থানায় একাধিকবার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরে হাবিব তছলিম বলেন, ‘বদরখালী পুলিশ ফাঁড়ির কার্যক্রম যখন চালু ছিল, তখন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। সম্প্রতি ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় গিয়াস উদ্দিন মিন্টু নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে খুন হন। এ ছাড়া এলাকায় প্রায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তিনি বদরখালী পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুনরায় চালু করার দাবি জানান। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ‘বদরখালী পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ হয়নি, মূলত করোনা ও পুলিশ সদস্য কম থাকার কারণে সেখানে স্থায়ীভাবে পুলিশ রাখা যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’ বদরখালী পুলিশ ফাঁড়ির কার্যক্রম স্বাভাবিক করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত