Ajker Patrika

কান্দিরপাড়ের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ২২
কান্দিরপাড়ের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা নগরীতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড় থেকে রানীর বাজার সড়ক ও মনোহরপুর রাজগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। যানজট নিরসনে এ অভিযানের উদ্যোগ নেওয়া হয়।

গতকালের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও কুসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বিভিন্ন সড়কের স্থায়ী দোকানের সামনের ফুটপাতে রাখা মালামাল সরিয়ে ফেলা হয়। দোকানের অবৈধ বর্ধিত অংশ ভেঙে পরবর্তীতে এ ধরনের কাজ না করতে দোকানিদের সতর্ক করা হয়।

সাম্প্রতিক সময়ে নগরে যানজট প্রকট আকার ধারণ করায় ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। যানজট নিরসনে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন, পুলিশ ও সিটি করপোরেশনের কর্তা ব্যক্তিরা উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।

নগরীর ২২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, ‘চলমান অভিযানে কিছু মানুষের সাময়িক সমস্যা হলেও একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হলে নগরীতে যানজট আরও তীব্র আকার ধারণ করবে। আমরা একটি দখল ও যানজটমুক্ত নগর চাই।’

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খাঁন বলেন, ‘চলমান অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিছুদিন পর পর অভিযান হয় আবার পুনরায় যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ চলমান কর্মসূচি যেন বন্ধ না হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ হকারদেরও পুনর্বাসনের বিষয়টি খেয়াল রাখতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্ছেদের পর যারা আবার দখল করছেন, তাঁদের মালামাল জব্দ করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানাসহ মামলা করা হবে। প্রথম পর্যায়ে আমরা সহনীয় আচরণ করছি, পরে কঠোর হব। যেহেতু আমাদের অভিযান চলমান থাকবে তাই আবার দখলের চেষ্টা করা বৃথা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত