Ajker Patrika

ভারতে জু্বায়েরের ৩ স্বল্পদৈর্ঘ্য

ভারতে জু্বায়েরের ৩ স্বল্পদৈর্ঘ্য

গ্রেট ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় আসরে জায়গা পেয়েছে নির্মাতা জুবায়ের ইবনে বকরের তিনটি কনটেন্ট। এগুলো হলো ‘৭১’র বিজয়িনী’, ‘ফরগেট মাস্টার’ ও ‘নাম ধরে ডাকতে চাই’।

৭১’র বিজয়িনী স্বল্পদৈর্ঘ্যটি তৈরি হয়েছে মহান স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপটে। গল্পে দেখা যায় সেনাবাহিনীতে কর্মরত মান্নানের সঙ্গে বিয়ে হয় আয়শার। মুক্তিযুদ্ধের সময় সংসারের মায়া ছেড়ে দেশকে স্বাধীন করতে যুদ্ধে যায় মান্নান। যুদ্ধের তিন মাসের মাথায় শহীদ হয় মান্নান। খবর শুনে কান্নায় ভেঙে পড়ে আয়শা। শোকে স্তব্ধ হয়ে পড়ে সে। পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশকে স্বাধীন করার পণ করে। ছয় মাসের দুধের শিশুকে রেখে যুদ্ধে যায় আয়শা। যুদ্ধের ময়দানেই সন্তানের মৃত্যুসংবাদ আসে। একদিন দেশ স্বাধীন হয়, ঘরে ফেরে আয়শা, কিন্তু হারায় জীবনের অনেক কিছু। ৭১’র বিজয়িনীতে নারী মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। তাঁর সঙ্গে রয়েছেন রওনক হাসান।

এ ছাড়া রোমান্টিক গল্পের ‘নাম ধরে ডাকতে চাই’ স্বল্পদৈর্ঘ্যে রয়েছেন নীলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি এবং কমেডি ঘরানার ‘ফরগেট মাস্টার’-এ মোশাররফ করিমের সঙ্গে রয়েছেন তানিয়া বৃষ্টি।

নির্মাতা জুবায়ের ইবনে বকর জানান, আগামী ২৫ এপ্রিল কলকাতার হাওড়া শরৎ সদনে প্রদর্শিত হবে নির্বাচিত কনটেন্টগুলো। প্রদর্শনী শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা সনদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত