Ajker Patrika

শ্রদ্ধায় স্মরণ চার নেতাকে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ৩৪
শ্রদ্ধায় স্মরণ চার নেতাকে

ঢাকা ও মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার উপজেলাগুলোতে পৃথক অনুষ্ঠানে জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর।

সিরাজদিখান: মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বিকেলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। উপজেলা মোড়ে রশুনিয়া ইউপির চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুরুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ঢালী মো. শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ প্রমুখ।

গজারিয়া: মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল দুপুরে উপজেলার ভাটেরচর রাসেল টাওয়ারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভাহয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মহসিন চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বীর প্রতীক প্রমুখ।

নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান স্মরণে দোয়া মাহফিল করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ড.সাফিল উদ্দিন মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, মো. ইব্রাহীম খলিল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত